'মৈমনসিংহ গীতিকা' এর ভূমিকা কে রচনা করেছেন?
A
চন্দ্রকুমার দে
B
দীনেশচন্দ্র সেন
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
রামরাম বসু
উত্তরের বিবরণ
ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত লোকগানসমূহকে একত্রিত করে মৈমনসিংহ গীতিকা নামে পরিচিতি দেওয়া হয়। এই গীতিকা সংগ্রহ ও প্রকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৈমনসিংহ নিবাসী চন্দ্রকুমার দে দীনেশচন্দ্র সেনের নির্দেশে এসব গান সংগ্রহ করেন। ১৯২৩ সালে দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা প্রকাশিত হয়, যার ভূমিকা রচিত হয়েছে দীনেশচন্দ্র সেনের দ্বারা। মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
-
গীতিকা ও রূপকথার সংখ্যা: ১০টি
-
গীতিকা ও রূপকথাসমূহ:
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা (রূপকথা)
-
দেওয়ান মদিনা
-

0
Updated: 18 hours ago
স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
দীপনির্বাণ
B
নির্বাণদীপ
C
বিচিত্রা
D
বিদ্রোহ
স্বর্ণকুমারী দেবী:
-
তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী।
-
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক।
-
দীর্ঘ ত্রিশ বছর ধরে মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন।
-
তাঁর প্রথম উপন্যাস ‘দীপনির্বাণ’।
-
তাঁর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হলো ‘কাহাকে’ (১৮৯৮), যা ইংরেজিতে The Unfinished Song নামে অনূদিত হয়েছে।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
দীপনির্বাণ
-
মেবার রাজ
-
মালতী
-
বিদ্রোহ
-
বিচিত্রা
-
স্বপ্নবাণী
-
মিলনরাত্রি
তাঁর কাব্যগ্রন্থ:
-
গাঁথা
-
কবিতা ও গান
তাঁর নাটক:
-
বসন্ত উৎসব
-
দেব কৌতুক
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
'কৃপার শাস্ত্রের অর্থভেদ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 week ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
উইলিয়াম কেরি
C
মনোএল দ্য আসসুম্পসাঁউ
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
কৃপার শাস্ত্রের অর্থভেদ হলো মনোএল দ্য আসসুম্পসাঁউ রচিত একটি গুরুত্বপূর্ণ বাংলা গ্রন্থ। এটি মূলত গুরু–শিষ্য কথোপকথনের মাধ্যমে খ্রিষ্টধর্মের মহিমা কীর্তন করার উদ্দেশ্যে রচিত। গ্রন্থটি ১৭৪৩ খ্রিষ্টাব্দে লিসবন শহর থেকে রোমান লিপিতে মুদ্রিত হয়।
মনোএল দা আসসুম্পসাঁউ:
-
একজন পর্তুগিজ খ্রিস্টান ধর্মযাজক।
-
তিনি বাংলা ভাষায় প্রথমবারের মতো ব্যাকরণ রচনা করেন।
-
১৭৪৩ সালে তিনি দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন।
মনোএল দা আসসুম্পসাঁউ-এর রচিত গ্রন্থ:
-
কৃপার শাস্ত্রের অর্থভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
উৎস:

0
Updated: 1 week ago
'অমল' - চরিত্রটির স্রষ্টা কে?
Created: 1 week ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
কাজী নজরুল ইসলাম
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রূপক ও সাংকেতিক নাটক, যা প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র হলো ঘরের মধ্যে বন্দি এক রুগ্ণ বালক অমল। এর মূল বিষয়বস্তু মানবমনের অসীম ও সুদূরের প্রতি আকর্ষণ, উৎকণ্ঠা ও তৃষ্ণা—অর্থাৎ মানবাত্মা ও বিশ্বাত্মার গভীর সম্পর্ক।
নাটকের প্রধান চরিত্রসমূহ হলো—
-
অমল
-
মাধব দত্ত (অমলের পিতা)
-
সুধা (মালির মেয়ে)
-
ঠাকুরদাদা
-
দইওয়ালা
-
প্রহরী
-
কবিরাজ
-
রাজ
উৎস:

0
Updated: 1 week ago