কোন শব্দটি নিপাতনে সিদ্ধ সন্ধিতে গঠিত?
A
বাগীশ
B
বাগাড়ম্বর
C
দিগন্ত
D
অন্যান্য
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় নিপাতনে বা স্বরসংযোগের মাধ্যমে গঠিত শব্দকে সিদ্ধ সন্ধি বলা হয়, যেখানে দুটি স্বরযুক্ত পদ একত্র হয়ে নতুন শব্দের সৃষ্টি করে। এছাড়াও, ব্যঞ্জনসন্ধি হলো এমন সন্ধি যেখানে দুইটি ব্যঞ্জনযুক্ত পদ একত্রিত হয়ে নতুন অর্থ প্রকাশ করে।
-
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ:
-
প্র + এষণ = প্রেষণ
-
কুল + অটা = কুলটা
-
পর + পর = পরস্পর
-
অন্য + অন্য = অন্যান্য
-
-
ব্যঞ্জনসন্ধির উদাহরণ:
-
দিক্ + অন্ত = দিগন্ত
-
বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর
-
বাক্ + ঈশ = বাগীশ
-

0
Updated: 19 hours ago
‘নীরোগ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
নীঃ + রোগ
B
নিঃ + রোগ
C
নি + রোগ
D
নির + য়োগ
ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন - নিঃ + রোগ = নিরোগ, নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস।

0
Updated: 2 months ago
'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
আঃ + চর্য
B
আস্ + চর্য
C
আ + চর্য
D
আঃ + চার্য
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো সেই ধরনের সন্ধি যেখানে দুটি শব্দ বা ধাতুর সংযোগে নিপাতন সৃষ্টি হয়।
-
উদাহরণসমূহ:
-
মনীষা = মনস্ + ঈষা
-
বৃহস্পতি = বৃহৎ + পতি
-
আশ্চর্য = আ + চর্য
-
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
-
তস্কর = তৎ + কর
-
বনস্পতি = বন্ + পতি
-
পরস্পর = পর্ + পর
-
একাদশ = এক্ + দশ
-

0
Updated: 1 week ago
'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
কৃ + দন্ত
B
কৃৎ + অন্ত
C
কৃ +অন্ত
D
কৃঃ +অন্ত
কৃদন্ত সন্ধি
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
সন্ধির সূত্র
👉 ক, চ, ট, ত্, প্ + স্বরধ্বনি → যথাক্রমে রূপ নেয়: গ্, জ্, ড্ (ড়), দ্, ব্
-
পরবর্তী স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
দিক্ + অন্ত = দিগন্ত
-
ণিচ্ + অন্ত = ণিজন্ত
-
ষট্ + আনন = ষড়ানন
-
তৎ + অবধি = তদবধি
-
সুপ্ + অন্ত = সুবন্ত
আরও উদাহরণ
-
বাগীশ = বাক্ + ঈশ
-
তদন্ত = তৎ + অন্ত
-
বাগাড়ম্বর = বাক্ + আরম্বর
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
-
সদানন্দ = সৎ + আনন্দ
-
সদুপায় = সৎ + উপায়
-
সদুপদেশ = সৎ + উপদেশ
-
জগদিন্দ্র = জগত্ + ইন্দ্র

0
Updated: 3 weeks ago