ধ্বনি উৎপন্ন হয় মূলত—
A
B
C
D
উত্তরের বিবরণ
মানুষের মুখে ধ্বনি উৎপাদনের জন্য যেসব অঙ্গ একসঙ্গে কাজ করে, সেগুলোকে বলা হয় বাগ্যন্ত্র। এই অঙ্গগুলোর সাহায্যে ফুসফুস থেকে নির্গত বায়ু বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে ধ্বনিতে পরিণত হয়।
বাগ্যন্ত্র:
-
ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গসমূহকে একত্রে বাগ্যন্ত্র বলা হয়।
-
এগুলোর মাধ্যমে ফুসফুস থেকে নির্গত বায়ু ঠোঁট পর্যন্ত পৌঁছে বিভিন্ন ধ্বনি তৈরি করে।
-
ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে যুক্ত প্রতিটি অঙ্গই বাগ্যন্ত্রের অংশ।
ফুসফুস:
-
ধ্বনি সৃষ্টির মূল উৎস হলো ফুসফুস, কারণ এখান থেকেই বায়ুপ্রবাহ উৎপন্ন হয়।
-
এটি শ্বাস-প্রশ্বাসের কাজ করে, অর্থাৎ বায়ু গ্রহণ ও ত্যাগের মাধ্যমে ধ্বনির জন্য প্রয়োজনীয় চাপ তৈরি করে।
-
মূলত শ্বাস ত্যাগের সময় ধ্বনি উৎপন্ন হয়, যা পরবর্তীতে বাগ্যন্ত্রের সাহায্যে রূপ পায়।

0
Updated: 19 hours ago
গুণ ও বৃদ্ধি বলা হয় –
Created: 1 month ago
A
কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
B
কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
C
নাম-প্রকৃতির পরিবর্তনকে
D
প্রাতিপদিকের পরিবর্তনকে
প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে গুণ বলে। ই / - ি কার বা ঈ / - কার থাকলে এ / - কার হবে। যেমন - লিখ + আ = লেখা, নী + তা = নেতা। প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলা হয়। ই / শিকার, ঈ - কার বা এ / কোর থাকলে ঐ / - ৈ-কার হবে। যেমন - বিমান + ষ্ণিক = বৈমানিক, নীতি + ষ্ণিক = নৈতিক।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
মনীষী
B
মনিষি
C
মনীষি
D
মনিষী
শুদ্ধ বানান: মনীষী।
• মনীষী (বিশেষণ পদ),
-এটি একটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: মনীষা+ইন্।
অর্থ:
- তীক্ষ্ণধী,
- বিদ্বান,
- প্রতিভাসম্পন্ন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয়?
Created: 3 weeks ago
A
ইংরেজি ভাষায়
B
বাংলা ভাষায়
C
পর্তুগিজ ভাষায়
D
ফরাসি ভাষায়
বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস
-
প্রথম বাংলা ব্যাকরণ (১৭৪৩ খ্রি.)
-
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে, পর্তুগিজ ভাষায়।
-
এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ।
-
তিনি তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে এই ব্যাকরণ রচনা করেন।
-
-
হ্যালহেডের ব্যাকরণ (১৭৭৮ খ্রি.)
-
১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ।
-
বইটির নাম: “A Grammar of the Bengal Language”।
-
এটি ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
-
-
উইলিয়াম কেরির ব্যাকরণ (১৮০১ খ্রি.)
-
উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় রচনা করেন “A Grammar of the Bengalee Language” (১৮০১)।
-
পরবর্তীতে জন রবিনসন ১৮৪৬ সালে এই গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশ করেন।
-
-
রামমোহন রায়ের ব্যাকরণ (১৮২৬ ও ১৮৩৩ খ্রি.)
-
১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় একটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন।
-
পরবর্তীতে ১৮৩৩ সালে তাঁর রচিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ প্রকাশিত হয়।
-
এটি ছিল বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ); বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago