জল পড়ে, পাতা নড়ে – নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A
কর্তায় শূন্য
B
অপাদানে শূন্য
C
কর্মে শূন্য
D
করণে শূন্য
উত্তরের বিবরণ
জল পড়ে, পাতা নড়ে। এখানে জল কর্তায় শূণ্য কারক। কারণ, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্তৃকারক বলে। ক্রিয়ার সঙ্গে কি বা কে বা কারা যোগ করে প্রশ্ন কলে যে উত্তর পাওয়া যায় তা - ই কর্তৃকারক। প্রদত্ত বাক্যে, কি পড়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে জল। তাই জল কর্তৃকারক। আর কোন বিভক্তি নেই তাই কর্তায় শূণ্য।

0
Updated: 20 hours ago
‘গরুতে দুধ দেয়’ বাক্যে ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 weeks ago
A
করণে সপ্তমী
B
কর্তৃকারকে সপ্তমী
C
অপাদানে সপ্তমী
D
অধিকরণে সপ্তমী
ব্যাকরণে, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলা হয়। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্তৃকারককে নির্দেশ করে।
একে "কর্তাকারক"ও বলা হয়। উদাহরণ: খোকা বই পড়ে। (কে বই পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে ফুল তোলে? মেয়েরা - কর্তৃকারক)।

0
Updated: 2 weeks ago
‘ডাক্তার ডাক’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 3 weeks ago
A
কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
B
কর্মকারকে শূন্য বিভক্তি
C
করণ কারকে শূন্য বিভক্তি
D
কর্তৃকারকে শূন্য বিভক্তি
যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তা কর্মকারক। যেমন: ডাক্তার ডাক। আর ডাক্তার এর সাথে কোনো বিভক্তি না থাকায় শূন্য বিভক্তি। তাই উত্তর কর্মে শূন্য বিভক্তি।

0
Updated: 3 weeks ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 day ago
A
অগ্নবিনা
B
অগ্নিবীণা
C
অগ্নিবিণা
D
অগ্নিবিনা
সঠিক উত্তর অগ্নিবীণা

0
Updated: 1 day ago