‘পৃথিবী’-এর সমার্থক শব্দ নয় কোনটি?
A
ভূধর
B
অবনী
C
ধরিত্রী
D
ধরণি
উত্তরের বিবরণ
'পৃথিবী' এর সমার্থক শব্দ: জগৎ; বিশ্ব; ভূবন; দুনিয়া; সংসার; সৃষ্টি; বসুধা; বসুন্ধরা; ধরা; ধরণী; ধরিত্রী; ধরাতল; ভূতল; পৃথ্বী। ভূধর এর সমার্থক শব্দ: ভূভৃৎ, পর্বত, পৃথিবী।

0
Updated: 20 hours ago
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
সায়র
B
নীরদ
C
পয়োধি
D
জলধি
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
অন্যদিকে,
-------------
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।
উৎস:

0
Updated: 1 week ago
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অন্তরীক্ষ
B
বিভু
C
প্রভাকর
D
সুধাকর
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ: খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। অন্যদিকে, ‘বিভু’ শব্দের অর্থ— আল্লাহ, ঈশ্বর; বিধাতা। ‘প্রভাকর’; ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ ‘সুধাকর’; ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ।

0
Updated: 1 month ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় -
Created: 3 weeks ago
A
কেশরী
B
শিখী
C
বর্হিণ
D
কলাপী
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ।
‘সিংহ’ শব্দের সমার্থক শব্দ: কেশরী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 weeks ago