‘বক্তব্য’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
A
√বক + তব্য
B
√বক্ত + ব্য
C
√বক্ত + অব্য
D
√বচ্ + তব্য
উত্তরের বিবরণ
বক্তব্য (বিশেষণ)। সংস্কৃত শব্দ। প্রকৃতি প্রত্যয় = √বচ্ + তব্য। অর্থ: বলতে হবে বা বলার যোগ্য এমন।

0
Updated: 20 hours ago
নিচের কোনটি ‘সৃষ্টি’- এর প্রকৃতি ও প্রত্যয়?
Created: 4 weeks ago
A
সৃষ্ + টি
B
সৃশ্ + তি
C
সৃজ্ + তি
D
স্রী + ষ্টি
বিশেষ্য ও বিশেষণ গঠনে "তি" প্রত্যয় হয়। যেমন - √ঘাট্ + তি = ঘাটতি, বাড়্ + তি = বাড়তি, কাট্ + তি = কাটতি, উঠ্ + তি = উঠতি।

0
Updated: 4 weeks ago
বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
কারক
B
লিখিত
C
বেদনা
D
খেলনা
বাংলা ও সংস্কৃত কৃৎ-প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ
বাংলায় কৃৎ-প্রত্যয় যুক্ত শব্দ:
-
খেলোনা = √খেল + অনা
সংস্কৃত কৃৎ-প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ:
-
কারক = √কৃ + অক
-
লিখিত = √লিখ + ত
-
বেদনা = √বিদ + অন + আ
উৎস:
উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

0
Updated: 4 weeks ago
√কাঁদ+অন – কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
Created: 1 day ago
A
কৃৎ প্রত্যয়
B
তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
D
বাংলা কৃৎ প্রত্যয়
কৃৎ প্রত্যয়→ ধাতু বা ক্রিয়া মূলের সাথে যে প্রত্যয় গঠিত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে । যেমনঃ - কাঁদন→√কাঁদ্ + অন, বাঁচন→√বাঁচ্ + অন, চলতি→√চল্ + তি. তদ্ধিত প্রত্যয়→ নাম বা সাধিত শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমনঃ - থালা→থাল + আ, ডিঙা→ ডিঙি + আ, ঘামাচি→ঘাম + আচি.

0
Updated: 1 day ago