উক্তি-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
A
বচ্ + ক্ত
B
বচ্ + উক্তি
C
√বচ্ + ক্তি
D
বচ্ + তি
উত্তরের বিবরণ
'উক্তি 'এর প্রকৃতি ও প্রত্যয় হল √বচ্ + ক্তি। এটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ।

0
Updated: 21 hours ago
কোনটি নির্দেশক নয়?
Created: 6 days ago
A
- টুকু
B
- খানা
C
- জন
D
- রা
-রা কোনো নির্দেশক নয়, এটি বহুবচন বোঝাতে ব্যবহৃত হয়।
-
নির্দেশক হলো সেই লগ্নক শব্দ, যা কোনো বিশেষত্ব বা নির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: -টা, -টি, -খানা, -খানি, -জন, -টুকু
-
-
নির্দেশক প্রত্যয়গুলোর ব্যবহার
-
-টুকু: পরিমাণ নির্দেশক (যেমন: একটুকু, সামান্যটুকু)
-
-খানা: সংখ্যা নির্দেশক (যেমন: একখানা বই, দুখানা কাপড়)
-
-জন: ব্যক্তি সংখ্যা নির্দেশক (যেমন: একজন লোক, দুজন মানুষ)
-
-
-রা প্রত্যয়
-
এটি বহুবচন নির্দেশ করে (যেমন: ছেলেরা, মেয়েরা, তারা)
-
এটি নির্দেশক নয়, বরং সংখ্যাবাচক প্রত্যয়
-

0
Updated: 6 days ago
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
Created: 1 month ago
A
প্রলয়
B
খণ্ডিত
C
নিঃশ্বাস
D
অনুপম
• বিশেষ নিয়মে ‘ক্ত’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ:
ক্ত- প্রত্যয় যুক্ত হলে নিন্মলিখিত ধাতুর অন্ত্যস্বর ‘ই’-কার হয়।
যেমন:
• √পঠ + ক্ত; √পঠ +ই + ত্ = পঠিত।
এরূপ-
• √ক্ষুধ্ + ত = ক্ষুধিত।
• √খণ্ড্ + ত্ = খণ্ডিত।
• √ব্যাথ্ + ত্ = ব্যথিত।
• √শিক্ষ্ + ত = শিক্ষিত।
অন্যদিকে,
• ‘প্রলয়’ শব্দটি তৎসম উপসর্গ ‘প্র’ যোগে গঠিত।
• বিসর্গ সন্ধি যোগে গঠিত শব্দ- নিঃ + শ্বাস = নিঃশ্বাস।
• তৎসম উপসর্গ ‘অনু’ যোগে গঠিত শব্দ অনুপম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
'প্রত্যহ + ইক= প্রাত্যহিক' শব্দে 'ইক' কোন ধরনের প্রত্যয়?
Created: 18 hours ago
A
সংস্কৃত কৃৎ প্রত্যয়
B
বাংলা কৃৎ প্রত্যয়
C
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
D
বাংলা তদ্ধিত প্রত্যয়
‘প্রাত্যহিক’ শব্দে প্রত্যহ + ইক দ্বারা ‘ইক’ হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
-
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলা হয়। -
উদাহরণ:
-
মনু + ষ্ণ = মানব
-
লোক + ষ্ণিক বা ইক = লৌকিক
-
দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন
-

0
Updated: 18 hours ago