‘হরতাল’ কোন ভাষার শব্দ?
A
গুজরাটি
B
তুর্কি
C
পর্তুগীজ
D
বার্মিজ
উত্তরের বিবরণ
গুজরটি শব্দ হল - হরতাল, খদ্দর ইত্যাদি। তুর্কি শব্দ হল - চাকু, তোপ, দারোগা ইত্যাদি। পর্তুগিজ শব্দ হল - আনারস, আলপিন, বালতি ইত্যাদি।

0
Updated: 21 hours ago
'Logic' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 week ago
A
যুক্তিবিদ
B
যৌক্তিকতা
C
যুক্তিবাদী
D
যুক্তিবিদ্যা
ইংরেজি Logic শব্দের বাংলা পরিভাষা হলো যুক্তিবিদ্যা, যার অর্থ বিতর্কশক্তি বা যৌক্তিক চিন্তাধারা।
-
Logical → যৌক্তিক, যুক্তিবাদী
-
Logicality → যৌক্তিকতা
-
Logician → যুক্তিবিদ
উৎস:

0
Updated: 1 week ago
ওষ্ঠ্য ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
Created: 1 week ago
A
চ, ছ, জ, ঝ, শ
B
প, ফ, ব, ভ, ম
C
ন, র, ল, স
D
ত, থ, দ, ধ
বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোন অঙ্গ কোথায় বাধা সৃষ্টি করে তার ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। এর মধ্যে একটি হলো ওষ্ঠ্য ব্যঞ্জন, যা ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়।
-
ওষ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুই ঠোঁট কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। এগুলোকে দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও ডাকা হয়।
উদাহরণ: পাকা, ফল, বাবা, ভাই, মা — এখানে প, ফ, ব, ভ, ম হলো ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি।
এ ছাড়া ব্যঞ্জনধ্বনির অন্যান্য শ্রেণি হলো—
-
তালব্য ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ, শ
-
দন্তমূলীয় ব্যঞ্জন: ন, র, ল, স
-
দন্ত্য ব্যঞ্জন: ত, থ, দ, ধ
উৎস:

0
Updated: 1 week ago
'কথায় কথায়' - কোন দ্বিরুক্ত বাচক শব্দ?
Created: 1 week ago
A
পুনরাবৃত্ত
B
অনুকার
C
ধ্বন্যাত্মক
D
কোনোটিই নয়
বাংলা ব্যাকরণে পুনরাবৃত্ত দ্বিত্ব হলো এমন শব্দগুচ্ছ যা পুনরায় আবৃত্ত হয়। এটি হতে পারে বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত। পুনরাবৃত্ত দ্বিত্ব সাধারণত অভিব্যক্তি বা বর্ণনার বল বৃদ্ধি করতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।
-
বিভক্তিহীন পুনরাবৃত্ত:
-
ভালো ভালো (কথা)
-
কত কত (লোক)
-
হঠাৎ হঠাৎ (ব্যথা)
-
ঘুম ঘুম (চোখ)
-
উড় উড়ু (মন)
-
গরম গরম (জিলাপি)
-
হায় হায় (করা)
-
-
বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত:
-
কথায় কথায় (বাড়া)
-
মজার মজার (কথা)
-
ঝাঁকে ঝাঁকে (চলা)
-
চোখে চোখে (রাখা)
-
মনে মনে (হাসা)
-
সুরে সুরে (বলা)
-
পথে পথে (হাঁটা)
-
উৎস:

0
Updated: 1 week ago