কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
A
বিদ্বান
B
গায়ক
C
কোকিল
D
দাদা
উত্তরের বিবরণ
গায়ক - গায়িকা, কোকিল - কোকিলা, দাদা - দাদি এগুলো লিঙ্গের সাধারণ নিয়মে গঠিত হয়েছে। 'বিদ্বান - বিদুষী' - ব্যতিক্রম।

0
Updated: 21 hours ago
'অনুরক্ত'- এর বিপরীত শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
ত্যক্ত
B
বিরক্ত
C
আরক্ত
D
আসক্ত
অনুরক্ত শব্দের বিপরীত হলো বিরক্ত।
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
নিয়ত = বিরত
-
উদ্ধত = বিনীত
-
ঔদ্ধত্য = বিনয়
-
প্রবিষ্ট = প্রস্থিত
-
দরদি = নির্মম, নির্দয়
উৎস:

0
Updated: 2 weeks ago
'হাতি' শব্দের সমার্থক শব্দ নয় -
Created: 1 week ago
A
বারণ
B
মাতঙ্গ
C
কুঞ্জর
D
ভুজগ
বাংলা ভাষায় সমার্থক শব্দ ব্যবহারের মাধ্যমে ভাষার প্রকাশভঙ্গি আরও সমৃদ্ধ হয়। একটি শব্দের সমার্থক রূপগুলো প্রায়ই সাহিত্যিক রচনায় বৈচিত্র্য ও সৌন্দর্য আনে। নিচে এর কিছু উদাহরণ দেওয়া হলো।
-
‘হাতি’ শব্দের সমার্থক: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি।
-
‘সাপ’ শব্দের সমার্থক: সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।
উৎস:

0
Updated: 1 week ago
'পদ' এর প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 6 days ago
A
বিশেষ্য
B
অনুসর্গ
C
বিভক্তি
D
যােজক
বাংলা ভাষায় পদ বলতে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বোঝানো হয়। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
(উৎস:

0
Updated: 6 days ago