‘দীপ্তি পাচ্ছে এমন’—এক কথায় কী হবে?
A
দ্বীপ্যমান
B
দীপ্তমান
C
দীপ্যমান
D
দেদীপ্যমান
উত্তরের বিবরণ
দীপ্তি পাচ্ছে এমন - দীপ্যমান। যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান। যা দীপ্তি পায় - দীপ্তমান।

0
Updated: 21 hours ago
'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
Created: 2 months ago
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।

0
Updated: 2 months ago
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 3 weeks ago
A
অনিবার্য
B
দুর্দমনীয়
C
দুর্নিবার
D
অদম্য
যা দমন করা কষ্টকর → দুর্দমনীয়
যা দমন করা যায় না → অদম্য
যা নিবারণ করা কষ্টকর → দুর্নিবার
কোন ভাবেই যা নিবারণ করা যায় না → অনিবার্য

0
Updated: 3 weeks ago
‘বিস্ময়াপন্ন’ পদটির সঠিক ব্যাসবাক্য-
Created: 3 weeks ago
A
বিস্ময়ে যে আপন্ন
B
বিস্ময় দ্বারা আপন্ন
C
বিস্ময়কে আপন্ন
D
বিস্ময়ে আপন্ন
দ্বিতীয়া তৎপুরুষ সমাস:
পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে ইত্যাদি) লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ:
-
দুঃখকে প্রাপ্ত → দুঃখপ্রাপ্ত
-
বিপদকে আপন্ন → বিপদাপন্ন
-
বিস্ময়কে আপন্ন → বিস্ময়াপন্ন
-
পরলোকে গত → পরলোকগত
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 weeks ago