‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
A
শৈল
B
অদ্রি
C
মেদিনী
D
অচল
উত্তরের বিবরণ
‘পর্বত’ এর সর্মাথক শব্দ নয় মেদিনী। পর্বত শব্দের সমার্থক শব্দ: শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র মেদিনী শব্দের সমার্থক শব্দ: ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ – মণ্ডল।

0
Updated: 21 hours ago
'শিষ্টাচার'-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 4 months ago
A
নিষ্ঠা
B
সদাচার
C
সততা
D
সংযম
• শিষ্টাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- ভদ্র ব্যবহার;
- নম্র আচরণ।
• সদাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- সৎ ও মার্জিত আচরণ,
- শাস্ত্রবিহিত আচরণ।
সুতরাং শিষ্টাচার শব্দের সমার্থক শব্দ- সদাচার।
অন্যদিকে:
---------------------
• নিষ্ঠা (বিশেষ্য)
অর্থ:
- দৃঢ় অনুরাগ; আস্থা; বিশ্বাস; শ্রদ্ধা; ভক্তি; মনোযোগ।
• সততা (বিশেষ্য)
অর্থ:
- ন্যায়পরায়ণতা; সাধুতা।
• সংযম (বিশেষ্য)
অর্থ:
- সংযতকরণ; নিয়ন্ত্রণ,
- দমন; আয়ত্তে আনয়ন (ইন্দ্রিয় সংযম)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 4 months ago
‘অম্বর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 3 days ago
A
চন্দ্র
B
সূর্য
C
নভঃ
D
মেঘ
অম্বর - আকাশ, নভঃ, ব্যোম, দ্যু।

0
Updated: 3 days ago
'Intellectual' শব্দের বাংলা পরিভাষা-
Created: 1 month ago
A
মেধা
B
বুদ্ধিবৃত্তি
C
বিচারবুদ্ধি
D
বোধশক্তি
ইংরেজি শব্দ ও বাংলায় পরিভাষা
ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা / অর্থ |
---|---|
Intellectual | ধীশক্তি সম্বন্ধী; বৌদ্ধিক; বুদ্ধিবৃত্তিক; বুদ্ধিবৃত্তি |
Intellect | বোধশক্তি ও বিচারবুদ্ধি; ধী; ধীশক্তি; মেধা |
সূত্র: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান

0
Updated: 1 month ago