নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে?
A
জমিদারী
B
পোদ্দারী
C
উমেদারী
D
সরকারী
উত্তরের বিবরণ
বৃত্তি/ ব্যবসা অর্থে - ই/ ঈ প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন: ডাক্তার - ডাক্তারি, মোক্তার - মোক্তারি, পোদ্দার - পোদ্দারি, ব্যাপার - ব্যাপারী, চাষ - চাষী।

0
Updated: 21 hours ago
ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
অধ্যাপিকা
B
গীতিকা
C
বালিকা
D
নায়িকা
ইকা (–িকা) প্রত্যয় ব্যবহার
১. ক্ষুদ্রার্থক ইকা
-
কোনো বস্তু বা বিষয়কে ছোট বা ক্ষুদ্র আকারে বোঝাতে ইকা যোগ করা হয়।
-
এটি নারীবাচক নয়।
-
উদাহরণ: নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা।
২. স্ত্রীবাচক শব্দ
-
বালিকা, নায়িকা, অধ্যাপিকা ইত্যাদি।
-
এগুলো নারীর জন্য ব্যবহৃত হয় এবং ক্ষুদ্রার্থক নয়।
সারসংক্ষেপে:
নাটিকা, গীতিকা, পুস্তিকা → ক্ষুদ্রার্থক, নারীবাচক নয়।
বালিকা, নায়িকা, অধ্যাপিকা → নারীবাচক, ক্ষুদ্রার্থক নয়।

0
Updated: 3 weeks ago
'কাব্য' - শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
Created: 1 month ago
A
অ
B
য
C
য্য
D
ষ্ণ
তদ্ধিত ‘য’ প্রত্যয়
নিয়ম:
যখন তদ্ধিত ‘য’ প্রত্যয় যুক্ত হয়, তখন প্রাতিপদিকের অ, আ, ই, ঈ ইত্যাদি স্বরধ্বনি লোপ পায়।
উদাহরণ:
-
সম্ + য → সাম্য
-
কবি + য → কাব্য
-
মধুর + য → মাধুর্য
-
প্রাচী + য → প্রাচ্য
-
প্রচুর + য → প্রাচুর্য
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
প্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
Created: 3 weeks ago
A
কৃৎ প্রত্যয়
B
তদ্ধিত প্রত্যয়
C
বাংলা কৃৎ প্রত্যয়
D
সংস্কৃত কৃৎ প্রত্যয়
তদ্ধিত 'য' প্রত্যয় এবং প্রাতিপদিকের অক্ষর লোপ
বাংলা ভাষার ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যখন তদ্ধিত ‘য’ প্রত্যয় কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়, তখন প্রাতিপদিকের শেষ অক্ষর যদি অ, আ, ই, ঈ ইত্যাদি হয়, তা লোপ পায়। অর্থাৎ, শেষের অক্ষর মুছে গিয়ে নতুন রূপ তৈরি হয়।
উদাহরণসমূহ:
-
সম্ + য → সাম্য
-
কবি + য → কাব্য
-
মধুর + য → মাধুর্য
-
প্রাচী + য → প্রাচ্য
-
প্রচুর + য → প্রাচুর্য
এভাবে, ‘য’ প্রত্যয় যুক্ত হওয়ার সময় মূল শব্দের শেষ অক্ষর পরিবর্তিত বা লোপ পেতে পারে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 3 weeks ago