ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
A
ছেলেরা ফুটবল খেলছে
B
মুষলধারে বৃষ্টি পড়ছে
C
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
D
শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
উত্তরের বিবরণ
যে বাক্যে একাধিক কর্তা থাকলেও কার্য সম্পাদন একই রকমভাবে বা একসাথে সংঘটিত হয়। অর্থাৎ, একাধিক কর্তার মধ্যে সমন্বয় ঘটিয়ে বাক্যের কাজ প্রকাশ করা হয়।
অপশন বিশ্লেষণ
ক) ছেলেরা ফুটবল খেলছে
– এখানে কর্তা "ছেলেরা" (একবচন নয়, বহুজন), কিন্তু একক কর্তার মতো গৃহীত হয়েছে। ব্যতিহার কর্তা নয়।
খ) মুষলধারে বৃষ্টি পড়ছে
– এখানে কর্তা একটিই (বৃষ্টি)। ব্যতিহার কর্তা নয়।
গ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
– এখানে দুটি কর্তা আছে ("বাঘে" ও "মহিষে")। উভয় কর্তা মিলিত হয়ে এক কাজ করছে।
এটি ব্যতিহার কর্তার উদাহরণ।
ঘ) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
– এখানে কর্তা একজনই (শিক্ষক)। ব্যতিহার কর্তা নয়।
সঠিক উত্তরঃ বাঘে-মহিষে এক ঘাটে জল খায়

0
Updated: 21 hours ago