'মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে?' প্রবন্ধের রচয়িতা কে?
A
আল মাহমুদ
B
হেলাল হাফিজ
C
কাজী নজরুল ইসলাম
D
বুদ্ধদেব বসু
উত্তরের বিবরণ
‘মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে?’ কাজী নজরুল ইসলাম রচিত একটি শক্তিশালী প্রবন্ধ, যা তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ ‘যুগবাণী’-এর অন্তর্ভুক্ত। এই প্রবন্ধে কবি সমকালীন রাজনৈতিক অবস্থা, মুসলিম সমাজের বিভক্তি এবং ব্রিটিশ উপনিবেশবাদের নৃশংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রকাশ করেছেন। নজরুল এখানে মানবিকতার দৃষ্টিকোণ থেকে ‘মুহাজিরিন’ হত্যার নিন্দা জানিয়ে সমাজে ন্যায় ও ঐক্যের বার্তা দিয়েছেন।
‘যুগবাণী’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রবন্ধগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৯২২ খ্রিষ্টাব্দে। গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এর বিপ্লবাত্মক রাজনৈতিক বক্তব্যের কারণে ব্রিটিশ সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
গ্রন্থের প্রবন্ধগুলোয় প্রতিফলিত হয়েছে স্বদেশি চেতনা, জাতীয় জাগরণ এবং ব্রিটিশ বিরোধী মনোভাব। নজরুল এই প্রবন্ধগুলোর মাধ্যমে সমাজে অন্যায়, দাসত্ব ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে মানুষের বিবেক জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন।
‘যুগবাণী’ গ্রন্থে মোট ২১টি প্রবন্ধ অন্তর্ভুক্ত আছে। সেগুলো হলো —
-
নবযুগ
-
গেছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ
-
ডায়ারের স্মৃতিস্তম্ভ
-
ধর্মঘট
-
লোকমান্য তিলকের মৃত্যুতে বেদনাতুর কলিকাতার দৃশ্য
-
মুহাজিরিন হত্যার জন্য দায়ী কে?
-
ছুঁৎমার্গ
-
উপেক্ষিত শক্তির উদ্বোধন
-
মুখবন্ধ
-
রোজ-কেয়ামত বা প্রলয়-দিন
-
বাঙালির ব্যবসাদারী
-
আমাদের শক্তি স্থায়ী হয় না কেন
-
কালা আদমীকে গুলি মারা
-
শ্যাম রাখি না কুল রাখি
-
লাট-প্রেমিক আলী ইমাম
-
ভাব ও কাজ
-
জাতীয় শিক্ষা
-
জাতীয় বিশ্ববিদ্যালয়
-
জাগরণী

0
Updated: 21 hours ago
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি হচ্ছেন -
Created: 1 week ago
A
গোবিন্দদাস
B
কোরেশী মাগন ঠাকুর
C
বিদ্যাপতি
D
ভারতচন্দ্র রায়গুণাকর
রোমান্টিক প্রণয়োপাখ্যান মূলত মুসলিম চরিত্রনির্ভর এবং প্রণয়সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে রচিত সাহিত্যকর্ম। এটি মধ্যযুগের অনুবাদ সাহিত্য ধারার অন্তর্ভুক্ত, যেখানে মুসলিম সাহিত্যিকরা বিভিন্ন কাহিনি বাংলায় অনুবাদ ও রূপান্তর করে।
এই ধারার প্রধান কবিগণ—
-
শাহ মুহম্মদ সগীর
-
সৈয়দ সুলতান
-
আবদুল হাকিম
-
আলাওল
-
কোরেশী মাগন ঠাকুর প্রমুখ
অন্যদিকে, বাংলা সাহিত্যে—
-
বৈষ্ণব পদাবলির প্রধান কবি: গোবিন্দদাস, বিদ্যাপতি
-
মঙ্গলকাব্যের প্রধান কবি: ভারতচন্দ্র রায়গুণাকর
উৎস:

0
Updated: 1 week ago
নিচের কোনটি জসীম উদ্দীনের রচিত গানের সংকলন নয়?
Created: 1 week ago
A
গাঙের পাড়
B
জারিগান
C
রঙ্গিলা নায়ের মাঝি
D
রাখালী
জসীম উদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে
-
পরিচয়: প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ, কর্মজীবন শুরু পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে
-
উপাধি: 'পল্লিকবি'
গানের সংকলন:
-
রঙিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
কাব্যগ্রন্থ:
-
রাখালী (প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯২৭)
উৎস:

0
Updated: 1 week ago
হেলানো তল থেকে বাড়তি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কীভাবে?
Created: 1 week ago
A
উচ্চতা বাড়িয়ে
B
দৈর্ঘ্য বাড়িয়ে
C
দৈর্ঘ্য কমিয়ে
D
কোনটিই নয়
প্রশ্ন: হেলানো তল থেকে বাড়তি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কীভাবে?
সমাধান:
হেলানো তলের যান্ত্রিক সুবিধা = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
অর্থাৎ, হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে এবং এর উচ্চতা যত কম হবে এর যান্ত্রিক সুবিধা তত বেশি হবে এবং কম বলপ্রয়োগ করতে হবে।

0
Updated: 1 week ago