'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা নয় কোনটি?
A
সিন্দবাদ
B
পাঞ্জেরী
C
মহরম
D
আউলাদ
উত্তরের বিবরণ
ফররুখ আহমদ মুসলিম জাগরণের এক প্রভাবশালী কবি, যিনি তাঁর প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদা অর্জন করেন। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৪ সালে, এবং এতে মোট ১৯টি কবিতা সংকলিত আছে। গ্রন্থটির শেষ কবিতাটির নামও ‘সাত সাগরের মাঝি’।
কবিতাগুলো হলো
-
সিন্দবাদ
-
বা'র দরিয়ায়
-
দরিয়ায় শেষ রাত্রি
-
শাহরিয়ার
-
আকাশ-নাবিক
-
বন্দরে সন্ধ্যা
-
ঝরোকা’য়
-
ডাহুক
-
এই সব রাত্রি
-
পুরানো মাজারে
-
পাঞ্জেরী
-
স্বর্ণ-ঈগল
-
লাশ
-
তুফান
-
হে নিশান-বাহী!
-
নিশান
-
নিশান-বরদার
-
আউলাদ
-
সাত সাগরের মাঝি
ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মুসলিম পুনর্জাগরণবাদী কবি, যিনি ইসলামী চেতনা, মানবতা এবং সামাজিক পরিবর্তনের বার্তা তাঁর কবিতায় তুলে ধরেছেন। ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের প্রেক্ষাপটে রচিত ‘লাশ’ কবিতার মাধ্যমে তিনি প্রথম সাহিত্যজগতে খ্যাতি অর্জন করেন।
তিনি তাঁর বিখ্যাত কাহিনি কাব্য ‘হাতেমতায়ী’-এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার পান এবং একই বছরে ‘পাখির বাসা’ শিশুতোষ গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
ফররুখ আহমদ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুর কাহিনী

0
Updated: 21 hours ago
নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-
Created: 1 month ago
A
গণদেবতা
B
পদ্মানদীর মাঝি
C
সীতারাম
D
পথের পাঁচালী
বাংলা উপন্যাসে গ্রামীণ ও পারিবারিক জীবনের চিত্র
১. ‘সীতারাম’ উপন্যাস (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
-
এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস।
-
উপন্যাসে এক ব্যক্তির পারিবারিক জীবন প্রধানভাবে উঠে এসেছে, গ্রামীণ সমাজের জীবন চিত্র এখানে প্রাধান্য পায়নি।
-
লেখক স্বীকার করেছেন, যদিও সীতারাম একটি ঐতিহাসিক ব্যক্তি, উপন্যাসের সীতারাম অনৈতিহাসিক। কারণ, তাঁর মূল উদ্দেশ্য গল্পের মধ্যে পারিবারিক ও নৈতিক পাঠ প্রেরণ করা।
২. ‘পথের পাঁচালী’ উপন্যাস (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
-
১৯২৯ সালে প্রকাশিত, প্রথমে ‘বিচিত্রা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত।
-
উপন্যাসের পটভূমি: বাংলাদেশের গ্রামীণ জীবন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন।
-
কেন্দ্রীয় চরিত্র: বালক অপু।
-
মূল বিষয়: একটি শিশুর চৈতন্য ও মানুষের সঙ্গে প্রকৃতির পরিচয়।
-
উপন্যাসের তিনটি ভাগ: বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, এবং অক্রূর সংবাদ।
৩. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাস (মানিক বন্দ্যোপাধ্যায়)
-
১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত।
-
উপন্যাসের কেন্দ্র: পদ্মা নদীর তীরবর্তী ধীবর-জীবন, যেখানে গ্রামীণ সমাজের জীবন ও সম্পর্কের ছবি ফুটে উঠেছে।
-
গুরুত্বপূর্ণ চরিত্র: কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া।
-
বিখ্যাত সংলাপ: “আমারে নিবা মাঝি লগে?” (কপিলা কুবেরকে উদ্দেশ্য করে)।
-
আন্তর্জাতিক স্বীকৃতি: ইংরেজি, রাশিয়ান, চীনা, চেক, নরওয়েজিয়ান, সুইডিশ ভাষায় অনূদিত।
৪. ‘গণদেবতা’ উপন্যাস
-
গ্রামীণ জীবনের বাস্তব চিত্র উপন্যাসের মূল।
-
গ্রামীণ সমাজে মানুষের জীবনযাত্রা: পুরনো ধান-ধারণা, রীতিনীতি, বিশ্বাস ও সংস্কার অনুসরণ।
-
গ্রামীণ জনসংখ্যার চরিত্র: চাষী ও গৃহস্থ।
-
আধুনিক পরিবর্তনের ফলে ধনীরা ও মহাজনের শোষণ গ্রামীণ জীবনে বিপর্যয় আনে—এটাই উপন্যাসের মূল প্রতিপাদ্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ‘গণদেবতা’ উপন্যাস, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
Created: 1 month ago
A
ভদ্রার্জুন
B
লিপিমালা
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন
-
ভদ্রার্জুন বাংলা ভাষায় রচিত প্রথম নাটক।
-
এটি ১৮৫২ সালে তারাচরণ শিকদারের রচনা হিসেবে প্রকাশিত হয়।
-
‘কীর্তিবিলাস’ বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা হলেও, ‘ভদ্রার্জুন’ হলো ইংরেজি ও সংস্কৃত যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক।
-
নাটকের কাহিনি অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ নিয়ে।
-
যদিও কাহিনি মহাভারত থেকে সংগ্রহ করা হয়েছে, তবুও এতে বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত হয়েছে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
Created: 4 weeks ago
A
প্রত্যয়
B
সন্ধি
C
সমাস
D
শব্দজোড়
অর্থতত্ত্ব
-
সংজ্ঞা: ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগার্থতত্ত্বও বলা হয়।
-
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
অর্থাৎ, অর্থতত্ত্ব ব্যাকরণের সেই শাখা যা শব্দ ও বাক্যের অর্থবোধকে বিশ্লেষণ করে।
অন্য ব্যাকরণ শাখা:
-
ধ্বনিতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সন্ধি
-
রূপতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সমাস ও প্রত্যয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 4 weeks ago