‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ?
A
বহুব্রীহি
B
দ্বিগু
C
তৎপুরুষ
D
কর্মধারয়
উত্তরের বিবরণ
চৌচালা - বহুব্রীহি সমাস। চৌ চাল যে ঘরের। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ হলে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে।

0
Updated: 23 hours ago
নিচের কোনটি নিত্য সমাস?
Created: 4 weeks ago
A
পঞ্চনদ
B
বেয়াদব
C
দেশান্তর
D
ভালমন্দ
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল = বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।

0
Updated: 4 weeks ago
'জলে-স্থলে' কী সমাস?
Created: 1 month ago
A
সমার্থক দ্বন্দ্ব
B
বিপরীতার্থক দ্বন্দ্ব
C
অলুক দ্বন্দ্ব
D
একশেষ দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
যে দ্বন্দ্ব (যুগলবন্দি) সমাসে কোনো সমস্যা-মূলক পদকে আলাদা করা হয় না, অর্থাৎ কোনাে পদকে ভেঙে দেখানোর প্রয়োজন পড়ে না, তাকে অলুক দ্বন্দ্ব বলা হয়।
উদাহরণ:
-
দুধে ও ভাতে → দুধে-ভাতে
-
জলে ও স্থলে → জলে-স্থলে
-
দেশে ও বিদেশে → দেশে-বিদেশে
-
হাতে ও কলমে → হাতে-কলমে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 1 month ago
অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
Created: 3 days ago
A
প্রত্যয়াস্ত বহুব্রীহি
B
সংখ্যাবাচক বহুব্রীহি
C
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
D
ব্যধিকরণ বহুব্রীহি
অন্তরীপ সমস্তপদটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্গত। এই ধরনের বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীনে নয়। যেমন: দু দিকে অপ যার = দ্বীপ, অন্তর্গত অপ যার = অন্তরীপ, নরাকারের পশু যে = নরপশু, জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ ইত্যাদি।

0
Updated: 3 days ago