নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
A
নিষ্কর
B
পরস্পর
C
সন্তাপ
D
ষষ্ঠ
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণে সন্ধি হলো দুটি ধ্বনি মিলনের ফলে নতুন শব্দ সৃষ্টি হওয়া। সাধারণত সন্ধির নির্দিষ্ট নিয়ম থাকে (যেমন স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গসন্ধি)। কিন্তু কিছু সন্ধি নিয়মে পড়ে না, বরং প্রচলিত ব্যবহারের মাধ্যমে গৃহীত হয়। এ ধরনের সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি।
অর্থাৎ, এ ধরনের সন্ধির কোনো নির্দিষ্ট সূত্র নেই, কেবল প্রচলন দ্বারা তা স্বীকৃত।
-
পরস্পর শব্দটি এসেছে পর + স্পর থেকে।
এখানে কোনো নিয়ম মেনে ধ্বনির পরিবর্তন হয়নি; প্রচলিত ব্যবহারের মাধ্যমে শব্দটি স্থির হয়েছে। তাই এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ।
অন্য বিকল্পগুলো বিশ্লেষণ করলে দেখা যায়—
-
নিষ্কর → (নিস্ + কর) → ব্যঞ্জনসন্ধি
-
সন্তাপ → (সম্ + তাপ) → ব্যঞ্জনসন্ধি
-
ষষ্ঠ → (ষট্ + থ) → ব্যঞ্জনসন্ধি
এগুলো নির্দিষ্ট সূত্রে গঠিত, তাই নিপাতনে সিদ্ধ নয়। সুতরাং সঠিক উত্তর হলো খ) পরস্পর।

0
Updated: 23 hours ago
’প্রাতরাশ’ শব্দটির সঠিক সন্ধি - বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
প্রাত + আশ
B
প্রাতঃ + আঁশ
C
প্রাতঃ + আশ
D
প্রাতঃ + রাশ
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ মিলন
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ যুক্ত হয়ে এর পরে অ, আ, উ ধ্বনি এলে বিসর্গ ও অ-ধ্বনি মিলিত হয়।
উদাহরণ:
-
পুনঃ + অধিকার = পুনরধিকার
-
প্রাতঃ + আশ = প্রাতরাশ
-
পুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি
-
পুনঃ + উক্ত = পুনরুক্ত
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ

0
Updated: 1 month ago
‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
ব্য+অর্থ
B
বি+অর্থ
C
ব্যা+অর্থ
D
ব+অর্থ
“ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - বি + অর্থ। ব্যর্থ শব্দের অর্থ বৃথা, বিফল, নিষ্ফল। সংস্কৃত বি এর সাথে অর্থযক্ত হয়ে শব্দটি গঠিত।

0
Updated: 2 weeks ago
'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 1 week ago
A
টঙ্কার
B
শিঞ্জন
C
ঝংকার
D
মন্দ্র
বাদ্যযন্ত্রের ধ্বনি কে এক কথায় বলা হয় ঝংকার।
• অন্যান্য ধ্বনির এক কথায় প্রকাশ:
-
ধনুকের ধ্বনি – টঙ্কার
-
অলঙ্কারের ধ্বনি – শিঞ্জন
-
গম্ভীর ধ্বনি – মন্দ্র
• গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন / এক কথায় প্রকাশ:
-
ঘোড়ার ডাক – হ্রেষা
-
হরিণের চামড়া – অজিন
-
ময়ূরের ডাক – কেকা
-
পাখির ডাক – কূজন
-
হাতির গর্জন – বৃংহিত

0
Updated: 1 week ago