‘লবণ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
A
লো + অন
B
লো + বন
C
ল + বন
D
লৈ + বন
উত্তরের বিবরণ
স্বরবর্ণ পড়ে থাকলে 'এ' কারের স্থানে 'অয়', ঐ - কারের স্থানে আয়, ও - কারের স্থানে অব, এবং ঐ - কারের স্থানে 'আব' হয়। ও + অ = অব + অ অর্থাৎ লো + অন = লবণ।

0
Updated: 23 hours ago
কোনটি সঠিক নয়?
Created: 19 hours ago
A
সতী + ঈন্দ্র = সতীন্দ্র
B
সতী + ঈশ = সতীশ
C
পরি + ঈক্ষা = পরীক্ষা
D
অতি + ইত = অতীত
বাংলা ভাষায় কিছু শব্দের সন্ধিবিচ্ছেদ বা সংযোগে কখনো অশুদ্ধ সন্ধি হয়ে যায়, যা সংশোধনের মাধ্যমে শুদ্ধ রূপে পরিণত করা হয়। বিশেষত, ই-কার বা ঈ-কার সংযোগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়।
-
অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ উদাহরণ:
-
সতী + ঈন্দ্র = সতীন্দ্র
-
শুদ্ধ রূপ: সতী + ইন্দ্র = সতীন্দ্র
-
-
সন্ধির নিয়ম:
-
যদি কোনো শব্দের শেষে ই-কার বা ঈ-কার থাকে এবং পরবর্তী শব্দের শুরুতে আবার ই-কার বা ঈ-কার থাকে, তবে উভয় মিলিত হয়ে দীর্ঘ ঈ-কার তৈরি হয়।
-
দীর্ঘ ঈ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
-
-
উদাহরণ:
-
অতি + ইত = অতীত
-
পরি + ঈক্ষা = পরীক্ষা
-
সতী + ঈশ = সতীশ
-

0
Updated: 19 hours ago
'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 1 week ago
A
টঙ্কার
B
শিঞ্জন
C
ঝংকার
D
মন্দ্র
বাদ্যযন্ত্রের ধ্বনি কে এক কথায় বলা হয় ঝংকার।
• অন্যান্য ধ্বনির এক কথায় প্রকাশ:
-
ধনুকের ধ্বনি – টঙ্কার
-
অলঙ্কারের ধ্বনি – শিঞ্জন
-
গম্ভীর ধ্বনি – মন্দ্র
• গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন / এক কথায় প্রকাশ:
-
ঘোড়ার ডাক – হ্রেষা
-
হরিণের চামড়া – অজিন
-
ময়ূরের ডাক – কেকা
-
পাখির ডাক – কূজন
-
হাতির গর্জন – বৃংহিত

0
Updated: 1 week ago
'ইতস্তত' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
ইত + তত
B
ইতঃ + তত
C
ইতঃ + সত
D
ইতসঃ + তত
বিসর্গ সন্ধি হলো এমন এক ধ্বনিগত পরিবর্তন যেখানে পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থেকে গিয়ে পরবর্তী পদের আদ্য ব্যঞ্জনের প্রভাবে নতুন ধ্বনিতে রূপান্তর ঘটে। এর ফলে বিসর্গ পরিবর্তিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
-
বিসর্গের পরে চ্ বা ছ্ এলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্ হয়।
-
বিসর্গের পরে ট্ বা ঠ্ এলে তা পরিবর্তিত হয়ে ষ্ হয়।
-
বিসর্গের পরে ত এলে তা পরিবর্তিত হয়ে স্ হয়।
উদাহরণ:
-
চতুঃ + টয় = চতুষ্টয়
-
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
ইতঃ + তত = ইতস্তত
-
মনঃ + তাপ = মনস্তাপ

0
Updated: 2 weeks ago