ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
A
সাধুরীতি
B
চলিতরীতি
C
কথ্যরীতি
D
বানানরীতি
উত্তরের বিবরণ
চলিতরীতি হলো তদ্ভব শব্দ বহুল। চলিতরীতির অনেকগুলো বৈশিষ্টের মধ্যে এটি অন্যতম। আরও কিছু বৈশিষ্ট হলো- ক) চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে।
খ) এ রীতি তদ্ভব শব্দবহুল। গ) চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী । ঘ) সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে।

0
Updated: 23 hours ago
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
Created: 2 months ago
A
আঞ্চলিক
B
উপভাষা
C
লেখ্য
D
কথ্য
অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে। ১. মৌখিক বা কথ্য ২. লৈখিক বা লেখ্য রূপ। ভাষার মৌখিক রূপের আবার একাধিক রীতি: একটি চলিত কথ্য রীতি আরেকটি আঞ্চলিক কথ্য রীতি। বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপেরও দুইটি রূপ আছে: একটি চলিত রীতি ও অপরটি সাধু রীতি।

0
Updated: 2 months ago
“বুনো” কোন ভাষারীতির শব্দ?
Created: 3 weeks ago
A
সাধু ভাষা
B
কথ্য ভাষা
C
চলিত ভাষা
D
আঞ্চলিক ভাষা
সাধু রীতি - চলিত রীতি
বন্য - বুনো তাই বুনো চলিত রীতির শব্দ।

0
Updated: 3 weeks ago
জুতো শব্দটি কোন ভাষারীতির?
Created: 1 month ago
A
সাধু
B
চলিত
C
প্রাকৃত
D
কোল
বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদের মধ্যে রয়েছে সাধু ও চলিতরীতি। যেমন - মস্তক> মাথা, জুতা> জুতো, তুলা> তুলো, শুকনা> বন্য> বুনো ইত্যাদি।

0
Updated: 1 month ago