বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
A
হাইফেন
B
কমা
C
দাঁড়ি
D
লোপ চিহ্ন
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় কতগুলো যতি বা চিহ্ন আছে। এরমধ্যে ‘কমা বা পদচ্ছেদ’ একটি। বাড়ি বা রাস্তার নম্বরের পরে সাধারণত এই যতি চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে। কমা ব্যবহারের ফলে সাধারণত ১ (এক) বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময় বিরতির প্রয়োজন হয়।
এছাড়াও যেসব ক্ষেত্রে ‘কমা’ চিহ্ন ব্যবহার করা যায়- ১. বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থবিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন- সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। ২. পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পথটি ছাড়া বাকি সবগুলোর পরেই কমা বসবে।যেমন সুখ, আশা, নৈরাশ্য। ৩. সম্বন্ধনের পরে কমা বসাতে হবে । যেমন- রশিদ, এদিকে এসো। ৪. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসবে। যেমন— কাল যে লোকটি এসেছিল, সে আমার পূর্বপরিচিত। ৫. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন— সাহেব বললেন, “ছুটি পাবেন না।
৬. মাসের তারিখ লিখতে বার ও মাসের পর ‘কমা’ বসবে। যেমন— ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন। ৭. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। যেমন— ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০। ৮. নামের পরে ডিগ্রিসূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসবে। যেমন— ডক্টর মুহম্মদ এনামুল হক, এম.এ. পি-এইচ.ডি।

0
Updated: 23 hours ago
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?
Created: 2 months ago
A
হাইফেন
B
ড্যাস
C
কোলন ড্যাস
D
কোলন
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১৩ টি। যথা: কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্ধরণ চিহ্ন/উদ্ধারচিহ্ন, বন্ধনী, বিন্দু, ত্রিবিন্দু, বিকল্প চিহ্ন। কোলন: একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন- ‘সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।’

0
Updated: 2 months ago
লেখার সময় বিশ্বামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
Created: 1 month ago
A
বিশ্রাম চিহ্ন
B
বিরাম চিহ্ন
C
বিভাজন চিহ্ন
D
সাংস্কৃতিক চিহ্ন
লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বিরাম চিহ্ন বলে। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব,
যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি।

0
Updated: 1 month ago
শব্দসংক্ষেপ, ক্রমনির্দেশ’ - কাজে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
বিন্দু
B
বিকল্পচিহ্ন
C
বন্ধনী
D
ত্রিবিন্দু
বিন্দু, ত্রিবিন্দু, বিকল্পচিহ্ন ও বন্ধনী বাংলা লেখায় বিশেষ চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এ চিহ্নগুলোর ব্যবহার পাঠ্যকে সুসংগঠিত ও স্পষ্ট করে।
-
বিন্দু (.):
-
শব্দসংক্ষেপ, ক্রমনির্দেশ ইত্যাদিতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ড. মুহম্মদ শহীদুল্লাহ্
-
উদাহরণ: ভাষার প্রধান উপাদান চারটি: ১. ধ্বনি, ২. শব্দ, ৩. বাক্য ও ৪. বাগার্থ।
-
-
ত্রিবিন্দু (...):
-
কোনো অংশ বাদ দিতে চাইলে বা ছেঁড়া বাক্য নির্দেশ করতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: তিনি রেগে গিয়ে বললেন, "তার মানে তুমি একটা ...।"
-
উদাহরণ: আমাদের ঐক্য বাইরের।... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
-
-
বিকল্পচিহ্ন (/):
-
একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: শুদ্ধ/অশুদ্ধ চিহ্নিত করো।
-
-
বন্ধনী (), {}, []:
-
অতিরিক্ত তথ্য উপস্থাপন বা কালনির্দেশের জন্য ব্যবহৃত হয়।
-
বন্ধনীর প্রকার:
-
প্রথম বন্ধনী: ()
-
দ্বিতীয় বন্ধনী: {}
-
তৃতীয় বন্ধনী: []
-
-
উদাহরণ: তিনি বাংলা ভাষার বিবর্তন (চর্যাপদের সময় থেকে পরবর্তী) নিয়ে আলোচনা করবেন।
-
উদাহরণ: কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত।
-
-
এই চিহ্নগুলো পাঠ্যকে স্পষ্টতা, সংক্ষিপ্ততা ও গঠনমূলকতা প্রদান করে।
-
লেখকের অভিপ্রায় ও তথ্যের প্রাধান্য বা যোগ্যতা নির্ধারণেও চিহ্নগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

0
Updated: 1 week ago