কোন বানানটি সঠিক?
A
সমীচীন
B
সমিচিন
C
সমীচিন
D
সমিচীন
উত্তরের বিবরণ
অপশনে প্রদত্ত বানান গুলোর মধ্যে শুদ্ধবানান – সমীচীন। সমীচীন (বিশেষণ)। এটি সংস্কৃত ভাষার শব্দ। এর অর্থ: সংগত; উপযুক্ত; উত্তম;

0
Updated: 23 hours ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 1 month ago
A
কঙ্কন
B
কনকন
C
কঙ্কণ
D
কনকণ
• ণ-ত্ব বিধান:
তৎসম শব্দের বানানে ণ-ত্ব বিধান মেনে চলা আবশ্যক।
উদাহরণ: মাণিক্য, গণ, লবণ, বেণু, কঙ্কণ, কল্যাণ, শোণিত, মণি ইত্যাদি।
• অতৎসম বা বিদেশি শব্দে:
এ ধরনের শব্দে ণ-এর পরিবর্তে ন ব্যবহার করা হয়।
উদাহরণ: অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কুরান ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 1 month ago
নিচের কোনটি সঠিক বাক্য?
Created: 1 month ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 4 weeks ago
A
মাষ্টার
B
পোশাক
C
জিনিষ
D
পোষ্ট অফিস
‘ষ-ত্ব’ বিধান অনুযায়ী – কেবল তৎসম শব্দেই ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য। বিদেশি শব্দে ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য নয়। ‘পোষ্ট’ ও ‘মাষ্টার’ শব্দটি ইংরেজি এবং ‘পোশাক’ ফারসি ভাষার শব্দ, তাই এতে ‘ষ’-ত্ব বিধান প্রযোজ্য হবে না। সঠিক বানান – পোস্ট, মাস্টার ও পোশাক।

0
Updated: 4 weeks ago