‘ব্যাঙের সর্দি’ বাগধারার অর্থ হলো অসম্ভব ব্যাপার।
অন্যদিকে,
-
‘বিড়াল তপস্বী’ বাগধারার অর্থ ভণ্ড লোক।
-
‘বকধার্মিক’ বাগধারার অর্থ ভণ্ড লোক।
-
‘একাদশে বৃহস্পতি’ বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয়।
-
‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারার অর্থ অপদার্থ বা অকেজো।
“ভুষণ্ডির কাক’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
A
একই স্বভাবের
B
মূর্খ
C
কপট ব্যক্তি
D
দীর্ঘজীবী
উত্তরের বিবরণ
“ভুষণ্ডির কাক’ বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী ব্যক্তি। যেমন- কবর কবিতায় বৃদ্ধ দাদু পরিবারের সবাইকেহারিয়ে ভুষণ্ডির কাকের মত বেঁচে আছে। এছাড়াও- ভিটায় ঘুঘু চরানো – সর্বস্বান্ত করা। ভাঁড়ে মা ভবানী – ভাণ্ডার শূন্য। বাপের ঠাকুর – শ্রদ্ধেয় ব্যক্তি। ভস্মে ঘি ঢালা – অপাত্রে দান করা।
0
Updated: 23 hours ago
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
Created: 2 months ago
A
দ্বন্দ্ব সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
কর্মধারয় সমাস
D
নিত্য সমাস
0
Updated: 2 months ago
‘ব্যাঙের সর্দি’ বাগ্ধারাটির অর্থ -
Created: 1 week ago
A
সৌভাগ্যের বিষয়
B
ভণ্ড লোক
C
অসম্ভব ব্যাপার
D
অপদার্থ
0
Updated: 1 week ago
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
Created: 4 months ago
A
অনিষ্টে ইষ্ট লাভ
B
চির অশান্তি
C
অরাজক দেশ
D
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
• ‘রাবণের চিতা’ – অর্থ: চিরস্থায়ী অশান্তি।
বাক্য: একমাত্র ছেলের মৃত্যুর পর বুড়ির অন্তরে যেন রাবণের চিতা জ্বলছে।
• ‘মগের মল্লুক’ – অর্থ: সম্পূর্ণ অরাজক দেশ বা অবস্থা।
বাক্য: প্রশাসনের নজরদারির অভাবে এলাকাটা এখন মগের মল্লুকে পরিণত হয়েছে।
• ‘শাপে বর’ – অর্থ: অনিষ্ট থেকে উপকার লাভ।
বাক্য: চাকরি না পাওয়াটা শাপে বর হয়েছে, কারণ এখন সে নিজেই ব্যবসা শুরু করেছে।
• ‘ফটো পয়সার লড়াই’ – অর্থ: সামান্য কারণে বড় ঝগড়া।
বাক্য: দুই ভাইয়ের মধ্যে ফটো পয়সার লড়াই শুরু হলো সামান্য জমির জন্য।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ
0
Updated: 4 months ago