'মেছো' শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?
A
মাছ + ও
B
মেছ + ও
C
মাছি + উয়া > ও
D
মাছ + উয়া > ও
উত্তরের বিবরণ
মাছ + উয়া > ও = মাছুয়া > মেছো।
• তদ্ধিত প্রত্যয়ের নিয়ম:
(উয়া > ও) তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দগুলো হলো:
- গাছ + উয়া = গাছুয়া > গেছো;
- গাঁ + উয়া = গাঁউয়া > গেঁয়ো;
- ঝড় + উয়া = ঝড়ুয়া > ঝড়ো;
- বন + উয়া = বনুয়া > বউন্যা > বুনো;
- টাক + উয়া = টাকুয়া > টেকো;
- মাছ + উয়া = মাছুয়া > মেছো।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
Created: 1 month ago
A
মানব
B
পানীয়
C
জয়
D
স্মরণীয়
ষ্ণ (অ) প্রত্যয় - অপত্য অর্থে ব্যবহৃত হয়। যেমন: মনু + ষ্ণ = মানব, যদু + ষ্ণ = যাদব
0
Updated: 1 month ago
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
Created: 3 months ago
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।
0
Updated: 3 months ago
'পালনীয়' — শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√ পালন্ + নীয়
B
√ পাল্ + নীয়
C
√ পাল্ + অনীয়
D
√ পালি + অনীয়
কৃৎ প্রত্যয় -অনীয় যোগের মাধ্যমে যে শব্দগুলো গঠিত হয়, সেগুলো সাধারণত যোগ্য বা কর্তব্যবোধসম্পন্ন বিশেষণ নির্দেশ করে। এই ধরনের শব্দগুলি মূল ক্রিয়া বা ধাতুর সঙ্গে -অনীয় যুক্ত করে তৈরি হয় এবং সাধারণত কিছু করার যোগ্যতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করে।
-
√কৃ + অনীয় = করণীয়
-
√দৃশ্ + অনীয় = দর্শনীয়
-
√শুচ + অনীয় = শোচনীয়
-
√স্মৃ + অনীয় = স্মরণীয়
-
√পাল্ + অনীয় = পালনীয়
-
√বৃ + অনীয় = বরণীয়
অন্যান্য উদাহরণ: মাননীয়, পূজনীয়, পানীয়, গ্রহণীয়, রমণীয়
0
Updated: 1 month ago