A
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
B
বঙ্গভাষা ও সাহিত্য
C
বাংলা সাহিত্যের কথা
D
বাংলা সাহিত্যের রূপরেখা
উত্তরের বিবরণ
বঙ্গভাষা ও সাহিত্য
‘বঙ্গভাষা ও সাহিত্য’ গ্রন্থটি ১৮৯৬ সালে দীনেশচন্দ্র সেন রচিত, যা বাংলা সাহিত্যের ধারাবাহিক ও তথ্যবহুল প্রথম ঐতিহাসিক ইতিহাসগ্রন্থ হিসেবে স্বীকৃত।
এই বইয়ে বঙ্গভাষা ও বঙ্গলিপির উৎপত্তি, সংস্কৃত ও প্রাকৃত ভাষার সঙ্গে বাংলার সম্পর্ক, প্রাচীন বাংলা সাহিত্যের বিবরণ এবং মধ্যযুগের ধর্মীয় সম্প্রদায় ও তাদের সাহিত্য সংক্রান্ত আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
এটি বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করেছে কারণ এখানে সাহিত্য ও সমাজের গভীর আন্তঃসম্পর্ককে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।
দীনেশচন্দ্র সেন
দীনেশচন্দ্র সেন ১৮৬৬ সালের ৩ নভেম্বর ঢাকার বগজুড়ি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
তিনি পল্লী অঞ্চলে ভ্রমণ করে প্রাচীন বাংলা পুঁথি ও লোককথা সংগ্রহের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সংগ্রহীত পুঁথি থেকে উপকরণ নিয়ে তিনি ‘বঙ্গভাষা ও সাহিত্য’ রচনা করেন, যা বাংলা সাহিত্যের প্রথম সুশৃঙ্খল ও বিশদ ইতিহাসগ্রন্থ।
তার আরও একটি বিশিষ্ট গবেষণামূলক রচনা হলো ‘বঙ্গসাহিত্য পরিচয়’ (১৯১৪)।
তিনি ‘মৈমনসিংহ-গীতিকা’ (১৯২৩) ও ‘পূর্ববঙ্গ গীতিকা’ (১৯২৬) সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতিও অর্জন করেন।
দীনেশচন্দ্র সেনের মৃত্যু হয় ১৯৩৯ সালের ২০ নভেম্বর বেহালায়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 week ago
'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -
Created: 2 months ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মোঃ বরকতুল্লাহ
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ
D
মওলানা আকরম খাঁ
• মাওলানা আকরম খাঁ:
- মাওলানা আকরম খাঁ ১৮৬৮ সালে পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার হাকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাংবাদিক, রাজনীতিক, ইসলামিশাস্ত্রজ্ঞ ছিলেন।
- তিনি বাংলাসহ আরবি, উর্দু, পারসি ও সংস্কৃত ভাষায় ব্যুৎপন্ন ছিলেন।
- তাঁর সম্পাদনায় ১৯০৩ সালে 'মাসিক মোহাম্মদী' পত্রিকা প্রকাশিত হয়।
- তাঁর সম্পাদিত দুটি স্বল্পস্থায়ী দৈনিক পত্রিকার নাম: উর্দু দৈনিক 'জামানা' (১৯২০) ও বাংলা দৈনিক 'সেবক' (১৯২১)।
- তাঁর সাংবাদিক জীবনের কীর্তি 'আজাদ' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা (১৯৩৬ সালের ৩১শে অক্টোবর থেকে)।
- তিনি ১৮ই অগস্ট, ১৯৬৮ মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো:
- হজরত মোহাম্মদ-এর (স.) জীবনী 'মোস্তফা চরিত' (১৯২৩),
- মোসলেম বাংলার সামাজিক ইতিহাস (১৯৬৫) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
Created: 5 days ago
A
প্রভু যিশুর বাণী
B
কৃপার শাস্ত্রের অর্থভেদ
C
ফুলমণি ও করুণার বিবরণ
D
মিশনারি জীবন
• ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ
রোমান ক্যাথলিক ধর্মযাজক মানোএল দা আসসুম্পসাঁও ১৭৩৪ সালে ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ নামের একটি গ্রন্থ লেখেন এবং ১৭৪৩ সালে এটি পর্তুগালের লিসবনে রোমান হরফে মুদ্রিত হয়। এই গ্রন্থটিকে বাংলা গদ্যের প্রাথমিক রূপ হিসেবে ধরা হয়।
এই বইটি লেখা হয়েছিল ঢাকার ভাওয়াল এলাকার ‘নাগরী’ নামক স্থানে। এতে এক দিকে বাংলা ভাষায় এবং অন্য দিকে পর্তুগিজ ভাষায় গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিস্টধর্ম ও খ্রিস্টানদের আচার-অনুষ্ঠান বোঝানো হয়েছে।
• মনোএল দা আসসুম্পসাঁও
তিনি একজন পর্তুগিজ খ্রিস্টান যাজক ছিলেন। বাংলা ভাষার ব্যাকরণ রচনায় তিনিই প্রথম উদ্যোগ নেন।
১৭৪৩ সালে তিনি দুটি বাংলা বই লেখেন ও মুদ্রণ করেন। বই দুটি হলো:
-
কৃপার শাস্ত্রের অর্থ ভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ (যার অর্থ: বাংলা ও পর্তুগিজ ভাষার শব্দকোষ ও বাক্যপ্রয়োগ)
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)
-
বাংলাপিডিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম)

0
Updated: 5 days ago