‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ কী?
A
সৌভাগ্য লাভ
B
বিরাট আয়োজন
C
আনন্দের প্রাচুর্য
D
আনন্দ আয়োজন
উত্তরের বিবরণ
চাঁদের হাট' বাগধারাটির অর্থ: আনন্দের প্রাচুর্য। এলাহি কাণ্ড (বিরাট আয়োজন) এবং একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়)।

0
Updated: 1 day ago
নদের চাঁদ বাগধারাটির অর্থ কি?
Created: 3 weeks ago
A
বিশেষ শোম্মানিত ব্যক্তি
B
অদৃষ্টের পরিহাস
C
অতি আকাঙ্খিত বস্তু
D
অহমিকাপূর্ণ নির্গুন ব্যক্তি
নদের চাঁদ অর্থ- অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। আকাশের চাঁদ = অতি আকাঙ্ক্ষিত বস্তু। অদৃষ্টের পরিহাসে-ভাগ্যের নিষ্ঠুরতা।

0
Updated: 3 weeks ago
‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী?
Created: 4 weeks ago
A
অলস
B
পরিশ্রমী
C
পরিপাটি
D
দীর্ঘজীবী
'কেতা দুরস্ত' - বাগধারার অর্থ 'পরিপাটি। ইতুনিদ কুঁড়ে অর্থ 'অলস' । কলুর বলদ অর্থ নির্বিকারে পরিশ্রম করা ।কাকভুষণ্ডী অর্থ দীর্ঘজীবী।

0
Updated: 4 weeks ago
‘ইদুর কপালে’ বাগধারাটি কোন অৰ্থে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
মন্দ বাক্য
B
হাস্যকর চেহারা
C
ইদুরাকৃতি কপাল
D
মন্দ ভাগ্য
ইঁদুর কপালে একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - হতভাগ্য বা নিতান্ত মন্দ ভাগ্য। যেমন: আমার মতো ইঁদুর কপালে লোকের দাম এক কানাকড়িও না।

0
Updated: 1 month ago