যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়—
A
অতিশয় প্রতিভাশালী
B
প্রতিভাশালী
C
সাধারণ
D
মানসিক প্রতিবন্ধী
উত্তরের বিবরণ
বুদ্ধিমত্তা মূল্যায়ন করার একটি প্রাথমিক পদ্ধতি হলো বুদ্ধাংক। ইংরেজিতে একে বলা হয় Intelligence Quotient বা IQ। IQ বা বুদ্ধাংক নির্ণয় করা খুবই জটিল এবং বিশেষজ্ঞ পর্যায়ের কাজ। প্রথমবার এই পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক L. M. Terman ১৯১৬ সালে। তিনি এটি নাম দেন IQ বা Intelligence Quotient।
-
বুদ্ধাংক নির্ণয়ের মূল সূত্র হলো IQ = (মানসিক বয়স / প্রকৃত বয়স) × ১০০।
-
মানসিক বয়স (Mental Age) দ্বারা বোঝায় কোনো ব্যক্তির মানসিক দক্ষতা বা ক্ষমতার স্তর।
-
প্রকৃত বয়স (Chronological Age) হলো ব্যক্তির বাস্তব বয়স।
-
সূত্র অনুযায়ী, যদি কারো মানসিক বয়স তার প্রকৃত বয়সের সমান হয়, তাহলে IQ হবে ১০০, যা গড় মান হিসাবে ধরা হয়।
-
এই পদ্ধতি শিক্ষামূলক এবং মনোবৈজ্ঞানিক মূল্যায়নে ব্যবহৃত হয়।

0
Updated: 9 hours ago
Created: 3 weeks ago
A
২৪
B
৩০
C
১৪
D
৪০
প্রশ্ন:
সমাধান:
১ম চিত্রে বর্গ আছে,
১২ + ২২ = ১ + ৪ = ৫ টি
একইভাবে,
২য় চিত্রে বর্গ আছে,
১২ + ২২ + ৩২ + ৪২ = ১ + ৪ + ৯ + ১৬ = ৩০ টি

0
Updated: 3 weeks ago
একটি দলে P, Q, R, S এবং T নামে পাঁচ জন শিক্ষার্থী আছে। P, Q- এর চেয়ে লম্বা; R, T- এর চেয়ে খাটো; P, S- এর চেয়ে খাটো; Q, T- এর চেয়ে লম্বা হলে, কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো?
Created: 2 weeks ago
A
R
B
T
C
P
D
S
প্রশ্ন: একটি দলে P, Q, R, S এবং T নামে পাঁচ জন শিক্ষার্থী আছে। P, Q- এর চেয়ে লম্বা; R, T- এর চেয়ে খাটো; P, S- এর চেয়ে খাটো; Q, T- এর চেয়ে লম্বা হলে, কোন শিক্ষার্থী সবচেয়ে খাটো?
সমাধান:
প্রশ্নমতে,
P, Q- এর চেয়ে লম্বা; P > Q,
R, T- এর চেয়ে খাটো; T > R,
P, S- এর চেয়ে খাটো; S > P,
এবং Q, T- এর চেয়ে লম্বা; Q > T,
এই সবগুলোকে একসাথে লিখলে সবার অবস্থান দাঁড়াবে - S > P > Q > T > R
সুতরাং সব থেকে ছোট হলো R

0
Updated: 2 weeks ago
'ত্য, ত্ন, হি, সা' এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করা হলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
Created: 2 weeks ago
A
ল
B
ঠ
C
র
D
ক
প্রশ্নে দেওয়া বর্ণগুলোর সঙ্গে কোন ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে তা নির্ণয় করা হয়েছে।
-
প্রদত্ত বর্ণগুলো: ত্য, ত্ন, হি, সা
-
এগুলোর সঙ্গে ‘র’ ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়।
-
সঠিক ক্রমে সাজালে শব্দটি হয়: সাহিত্যরত্ন।

0
Updated: 2 weeks ago