নোবেল বিজয়ী নারী কয়জন?
A
৫০ জন (ভুল উত্তর)
B
৫৭ জন
C
০৩ জন
D
০৭ জন
উত্তরের বিবরণ
নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি এবং এটি প্রধানত নরওয়ে ও সুইডেন থেকে প্রদত্ত হয়। বিভিন্ন বিভাগে নোবেল পুরস্কারের দায়িত্ব ও প্রদানকারী সংস্থা ভিন্ন।
-
শান্তি: নরওয়েজিয়ান নোবেল কমিটি প্রদান করে, যা নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি।
-
সাহিত্য: সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে।
-
চিকিৎসা (Medicine): ক্যারোলিনস্কা ইনস্টিটিউট প্রদান করে।
-
পদার্থবিজ্ঞান, রসায়ন এবং অর্থনীতি: রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স পক্ষ থেকে প্রদান করা হয়।
২০২২ সালের তথ্য অনুযায়ী, মোট ৬১ বার নারী নোবেল পুরস্কার লাভ করেছেন, যার মধ্যে মেরি কুরি একাই দুইবার নোবেল পুরস্কার জয় করেছেন, ফলে মোট ৬০ জন নারী নোবেল বিজয়ী হয়েছেন।

0
Updated: 9 hours ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
প্রতিযোগিতা
B
সহযোগীতা
C
শ্রদ্ধাঞ্জলী
D
প্রতিযোগীতা
শুদ্ধ বানান - প্রতিযোগিতা।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিযোগিন্+তা।
অর্থ:
১ প্রতিদ্বন্দ্বিতা।
২ বিরোধিতা; বিপক্ষতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখ কি বার হবে?
Created: 1 month ago
A
বৃহস্পতিবার
B
শুক্রবার
C
বুধবার
D
শনিবার
প্রশ্ন: ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখ কি বার হবে?
সমাধান:
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার
∴ ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর, ১৫ ডিসেম্বর, ২২ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর ⇒ বৃহস্পতিবার
∴ ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর ⇒ শনিবার
১৯৯৫ সালের ১ জানুয়ারি ⇒ রবিবার
১৯৯৫ সাল অধিবর্ষ নয়। সুতরাং, ১৯৯৫ সালের ৩১ ডিসেম্বর ⇒ রবিবার
∴ ১৯৯৫ সালের ২৪ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ১০ ডিসেম্বর, ৩ ডিসেম্বর ⇒ রবিবার
∴ ১৯৯৫ সালের ২ ডিসেম্বর ⇒ শনিবার
∴ ১৯৯৫ সালের ১ ডিসেম্বর ⇒ শুক্রবার

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
36
B
32
C
31
D
40
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নিচের সারির ১ম সংখ্যা + দুই সংখ্যার পার্থক্য = উপরের সংখ্যা।
১ম চিত্রে, 30 + (30 - 15) = 45
দ্বিতীয় চিত্রে, 25 + (25 - 19) = 31
তৃতীয় চিত্রে, 28 + (28 - 21) = 35

0
Updated: 1 month ago