নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা ৷ সেই প্রতিকৃতিতে নম্বরটি কত?
A
১
B
৩
C
২
D
৪
উত্তরের বিবরণ
নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা ৷ সেই প্রতিকৃতিতে নম্বরটি কত?
সমাধান:
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে 4নং চিত্রটির বাহুগুলো পরস্পর সংযুক্ত নয়।
এই বিবেচনায় 4 নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা
0
Updated: 1 month ago
'ত্য, ত্ন, হি, সা' এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করা হলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
Created: 2 months ago
A
ল
B
ঠ
C
র
D
ক
প্রশ্নে দেওয়া বর্ণগুলোর সঙ্গে কোন ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে তা নির্ণয় করা হয়েছে।
-
প্রদত্ত বর্ণগুলো: ত্য, ত্ন, হি, সা
-
এগুলোর সঙ্গে ‘র’ ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়।
-
সঠিক ক্রমে সাজালে শব্দটি হয়: সাহিত্যরত্ন।
0
Updated: 2 months ago
যদি A, B-এর মা হন এবং B, D-এর বাবা হন তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
Created: 2 months ago
A
বোন
B
দাদি
C
চাচি
D
মা
প্রশ্ন:
-
যদি A হয় B-এর মা এবং B হয় D-এর বাবা, তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
সমাধান:
-
A → B-এর মা
-
অর্থাৎ A হলেন B-এর জন্মদাত্রী।
-
-
B → D-এর বাবা
-
অর্থাৎ B হলেন D-এর জন্মদাতা।
-
-
সুতরাং, A → B-এর মা এবং B → D-এর বাবা, এর মানে A হলেন D-এর দাদি।
উত্তর:
0
Updated: 2 months ago
কোন সংখ্যাটি পরে আসবে? ৮, ৪, ২, ১, ১/২, ১/৪,
Created: 1 month ago
A
১/৮
B
১/৪
C
১/৫
D
১/৬
কোন সংখ্যাটি পরে আসবে?
৮, ৪, ২, ১, ১/২, ১/৪,
সমাধান:
১ম পদ = ৮
২য় পদ = ৮ ÷ ২ = ৪
৩য় পদ = ৪ ÷ ২ = ২
৪র্থ পদ = ২ ÷ ২ = ১
৫ম পদ = ১ ÷ ২ =১/২
৬ষ্ঠ পদ = (১/২) ÷ ২ = (১/২) × (১/২) = ১/৪
৭ম পদ = (১/৪) ÷ ২ = (১/৪) × (১/২) = ১/৮
0
Updated: 1 month ago