নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা ৷ সেই প্রতিকৃতিতে নম্বরটি কত?
A
১
B
৩
C
২
D
৪
উত্তরের বিবরণ
নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা ৷ সেই প্রতিকৃতিতে নম্বরটি কত?
সমাধান:
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে 4নং চিত্রটির বাহুগুলো পরস্পর সংযুক্ত নয়।
এই বিবেচনায় 4 নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা

0
Updated: 9 hours ago

Created: 3 weeks ago
A
B
C
D
প্রশ্ন:

সমাধান:
1
1 + 2 = 3
3 + 2 = 5
5 + 2 = 7
A এর ১ বর্ণ পর C
C এর ১ বর্ণ পর E
E এর ১ বর্ণ পর G
∴ সঠিক উত্তর 7/G.

0
Updated: 3 weeks ago
রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
Created: 3 weeks ago
A
পূর্ব
B
পশ্চিম
C
উত্তর
D
দক্ষিণ
প্রশ্ন: রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
সমাধান:


0
Updated: 3 weeks ago
ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
Created: 3 weeks ago
A
৫.৪ কেজি
B
৪.৫ কেজি
C
৫.২ কেজি
D
৪.৮ কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
সমাধান:
১২ × ২ = ক × ৫
⇒ ২৪ = ৫ক
⇒ ক = ২৪/৫
∴ ক = ৪.৮ কেজি
∴ ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে ৪.৮ কেজি ওজন সংযুক্ত করতে হবে।

0
Updated: 3 weeks ago