যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে? ক) খ) গ) ঘ) ১০ ফুট
A
৮ ফুট
B
৭ ফুট
C
৬ ফুট
D
১০ ফুট
উত্তরের বিবরণ
প্রশ্ন: যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?
সমাধান:
১০ টাকায় ক্রয় করা যাবে ১ ফুট দড়ি
১ টাকায় ক্রয় করা যাবে ১/১০ ফুট দড়ি
৬০ টাকায় ক্রয় করা যাবে ৬০/১০ ফুট দড়ি
= ৬ ফুট দড়ি
0
Updated: 1 month ago
নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
Created: 2 months ago
A
রা ত্র হো অ
B
র বা ধী প নি
C
দ্র তা রি দা
D
সা ব ব অ ধ্যা
প্রশ্ন: নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
সমাধান:
অহোরাত্র (অব্যয়)
দিবারাত্র; সর্বক্ষণ
- এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয় - রবীন্দ্রনাথ ঠাকুর
(ক্রিয়া বিশেষণ) এক সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা।
{(তৎসম বা সংস্কৃত) অহন্=অহঃ + রাত্রি= অহোরাত্র; দ্বন্দ্বসমাস}
সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
0
Updated: 2 months ago
এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
Created: 2 months ago
A
৮ মাইল
B
১৫ মাইল
C
১২ মাইল
D
উপরের কোনটিই নয়
প্রশ্ন: এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
সমাধান:

এক ব্যক্তি ঘ হতে ৫ মাইল মাইল পশ্চিমে চ তে গেল এবং চ হতে ২ মাইল দক্ষিণে খ তে গেল।
আবার খ হতে ৫ মাইল পশ্চিমে ক তে গেল।
কঘ কে যদি অতিভুজ বিবেচনা করি তাহলে লম্ব = কগ এবং ভূমি = গঘ
কগ = কখ + খগ = (৫ + ৫) মাইল = ১০ মাইল
চখ = গঘ = ২ মাইল
সুতরাং যাত্রাস্থান হতে তার সরাসরি দূরত্ব
= ক হতে ঘ এর দূরত্ব
= কঘ
কঘ২ = কগ২ + গঘ২
= ১০২ + ২২
= ১০০ + ৪
= ১০৪
কঘ = √১০৪ = ২√২৬
∴ অপশনগুলোতে সঠিক উত্তর - ঘ) উপরের কোনটিই নয়।
0
Updated: 2 months ago
'ত্য, ত্ন, হি, সা' এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করা হলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
Created: 2 months ago
A
ল
B
ঠ
C
র
D
ক
প্রশ্নে দেওয়া বর্ণগুলোর সঙ্গে কোন ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে তা নির্ণয় করা হয়েছে।
-
প্রদত্ত বর্ণগুলো: ত্য, ত্ন, হি, সা
-
এগুলোর সঙ্গে ‘র’ ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়।
-
সঠিক ক্রমে সাজালে শব্দটি হয়: সাহিত্যরত্ন।
0
Updated: 2 months ago