কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে? ক) খ) গ) ঘ)
A
৭
B
৮
C
.৩৩
D
.৩১
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?
সমাধান:
.৩৩ = ৩৩/১০০
.৩১ = ৩১/১০০
হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট।
এখানে সবচেয়ে ছোট = ০.৩১
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 2 months ago
A
২৮
B
৩২
C
৬৬
D
৩৪
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
এখানে,
নিচের সংখ্যা দুইটির বিয়োগফলের সমান উপরের সংখ্যা।
১ম চিত্রে,
১৭ - ৮ = ৯
২য় চিত্রে,
৪০ - ২৮ = ১২
৩য় চিত্রে,
৫০ - ? = ১৬
⇒ ? = ৫০ - ১৬
∴ ? = ৩৪
∴ প্রশ্নবোধক স্থানে ৩৪ সংখ্যাটি বসবে।
0
Updated: 2 months ago
কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
Created: 1 month ago
A
how
B
what
C
why
D
who
কোনো প্রশ্নের ধরন বোঝার জন্য বিভিন্ন প্রশ্নবোধক শব্দের ব্যবহার নির্দিষ্ট নিয়মে হয়। এই শব্দগুলো ব্যবহার করে আমরা জানতে পারি বিষয়, কারণ, পদ্ধতি বা ব্যক্তি সম্পর্কিত তথ্য।
-
Why ব্যবহার করা হয় কোনো কিছুর কারণ জানতে।
-
How ব্যবহার করা হয় কোনো কিছুর পদ্ধতি বা কিভাবে জানতে।
-
What ব্যবহার করা হয় কোনো কিছুর সত্তা বা কী দ্বারা নির্ধারণ করতে।
-
Who ব্যবহার করা হয় কর্তা বা ব্যক্তির তথ্য জানতে।
0
Updated: 1 month ago
ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
Created: 2 months ago
A
৯০°
B
৯৫°
C
১০৫°
D
১২০°
প্রশ্ন: ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= | - ৪৮০ /২ |
= | -২৪০ |
= ২৪০°
= ৩৬০° - ২৪০° [১৮০ অপেক্ষা বড় কোণ হলে ৩৬০ থেকে বিয়োগ করতে হয়]
= ১২০°
0
Updated: 2 months ago