মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-
A
সত্য
B
মিথ্যা
C
অনিশ্চিত
D
আংশিক সত্য
উত্তরের বিবরণ
প্রথমেই বলা ভালো, এই প্রশ্নটি কনফিউজিং এবং মূলত প্রশ্নকর্তার দৃষ্টিভঙ্গির উপর সঠিক উত্তর নির্ভর করছে। প্রশ্নটি দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা যায়। বিষয়গুলো নিম্নে তুলে ধরা হলো।
• প্রথম ক্ষেত্রে, যদি প্রশ্নের “প্রথম” শব্দটি বাদ দিয়ে ধরা হয়, তাহলে প্রশ্ন দাঁড়ায় – “মনে কর দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-”। এই অবস্থায় সরাসরি দ্বিতীয় উক্তিকে সত্য ধরা যায় এবং কোন কনফিউশন থাকে না।
• দ্বিতীয় ক্ষেত্রে, যেহেতু প্রশ্নে “প্রথম” শব্দটি ব্যবহার করা হয়েছে, এটি নির্দেশ করছে যে দুইটির পর আরো কিছু উক্তি আছে। অন্যথায়, “প্রথম” শব্দটি ব্যবহার করা অর্থহীন হয়ে যেত। যেমন কেউ বলতে পারবেনা – “আমার প্রথম দুটি চোখে পরিষ্কার দেখতে পাই”, কিন্তু কেউ বলতে পারেন – “আমি ১০টি আম কিনলাম, প্রথম দুটি আম বেশ মিষ্টি ছিল”।
• প্রশ্নকর্তা সম্ভবত প্রশ্নটিকে ট্রিকি করার জন্য “প্রথম” শব্দটি যুক্ত করেছেন।
• সেক্ষেত্রে, প্রথম দুটি উক্তি সত্য হলেও পরের উক্তিগুলো সত্য নাকি মিথ্যা সেটা বলা সম্ভব নয়। শেষের উক্তি সত্য, মিথ্যা বা যেকোনো কিছুই হতে পারে।
• তাই শর্ত বিশ্লেষণ করে এই প্রশ্নের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হলো “অনিশ্চিত”। বাকিটা নির্ভর করছে প্রশ্নকর্তার দৃষ্টিভঙ্গির উপর।
0
Updated: 1 month ago
‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
Created: 2 months ago
A

B

C

D

প্রশ্ন: ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
সমাধান:

0
Updated: 2 months ago
‘DRIVE is to LICENCE as BREATHE is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
Created: 2 months ago
A
OXYGEN
B
ATMOSPHERE
C
WINDPIPE
D
INHALE
প্রশ্ন: ‘DRIVE is to LICENCE as BREATHE is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
সমাধান:
‘DRIVE is to LICENCE as BREATHE is to OXYGEN .’
সড়কে গাড়ি DRIVE বা চালানোর জন্য LICENCE লাগে।
অনুরূপভাবে, BREATHE শ্বাস নেওয়ার জন্য OXYGEN লাগে।
0
Updated: 2 months ago
যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
Created: 2 months ago
A
১৮
B
১৯
C
২০
D
২১
প্রশ্ন: যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৫ + ৩ = (৫ - ৩) এবং (৫ + ৩) = ২৮,
৯ + ১ = (৯ - ১) এবং (৯ + ১) = ৮১০,
২ + ১ = (২ - ১) এবং (২ + ১) = ১৩
এবং ৫ + ৪ = (৫ - ৪) এবং (৫ + ৪) = ১৯
0
Updated: 2 months ago