কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
A
৪ পয়সা
B
৯৪ পয়সা
C
৮ পয়সা
D
৮৪ পয়সা
উত্তরের বিবরণ
প্রশ্ন: কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
সমাধান:
১ পাতা কাগজ বিক্রয় হয় = ২১ পয়সায়
৪ পাতা কাগজ বিক্রয় হয় = (২১ × ৪) পয়সায়
= ৮৪ পয়সায়
0
Updated: 1 month ago
Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
neutral
B
discriminatory
C
equitable
D
even-handed
প্রশ্ন:
-
Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সমাধান:
-
Impartial মানে: পক্ষপাতহীন, নিরপেক্ষ
-
বিপরীতার্থক শব্দ: discriminatory
-
অর্থ: পক্ষপাতপূর্ণ, বৈষম্যমূলক
-
অন্যান্য অপশন:
-
neutral → নিরপেক্ষ, পক্ষপাতহীন
-
equitable → ন্যায়পরায়ণ, সুবিচারপূর্ণ
-
even-handed → পক্ষপাতহীন, ন্যায়পরায়ণ
সঠিক উত্তর:
0
Updated: 2 months ago
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
Created: 2 months ago
A
১৫ মিনিট
B
২০ মিনিট
C
২৫ মিনিট
D
৩০ মিনিট
প্রশ্ন: ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
সমাধান:
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি।
তাহলে, বর্তমান সময় ৫টা ৩৫মিনিট।
অতএব, ৬ টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।
0
Updated: 2 months ago
যদি একটি কামান থেকে নিম্নলিখিত ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?
Created: 1 month ago
A

B

C

D

সঠিক উত্তর ⎯ গ) গোলাকৃতির বস্তু
Aerodynamics- এর নিয়ম অনুযায়ী, যে বস্তুর Drag of Coeeficient কম সে বস্তু বাতাসে বা যে কোনো Fluid এর বাধা অতিক্রম করে খুব সহজেই বেশি দূরত্ব অতিক্রম করবে।
উল্লিখিত অপশনের মধ্যে,
অপশন গ) গোলকটির Drag of Coeeficient এর মান সবচেয়ে কম (০.৪৭), তাই গোলকটি বেশি দূরত্ব অতিক্রম করবে।
অপশন ঘ) মোচক (2D Triangle/ 3D Cone) -এর Drag of Coeeficient গোলকের তুলনায় বেশি (০.৫০), তাই এটি গোলকের তুলনায় কম দূরত্ব অতিক্রম করবে।
0
Updated: 1 month ago