কোন সংখ্যাটি পরে আসবে? ৮, ৪, ২, ১, ১/২, ১/৪,
A
১/৮
B
১/৪
C
১/৫
D
১/৬
উত্তরের বিবরণ
কোন সংখ্যাটি পরে আসবে?
৮, ৪, ২, ১, ১/২, ১/৪,
সমাধান:
১ম পদ = ৮
২য় পদ = ৮ ÷ ২ = ৪
৩য় পদ = ৪ ÷ ২ = ২
৪র্থ পদ = ২ ÷ ২ = ১
৫ম পদ = ১ ÷ ২ =১/২
৬ষ্ঠ পদ = (১/২) ÷ ২ = (১/২) × (১/২) = ১/৪
৭ম পদ = (১/৪) ÷ ২ = (১/৪) × (১/২) = ১/৮
0
Updated: 1 month ago
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
Created: 2 months ago
A
সন্ধ্যা ৬ টা
B
সকাল ৫ টা
C
বিকাল ৫ টা
D
সকাল ১১ টা
প্রশ্ন:
-
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২:০০। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
সমাধান:
-
সময়ের পার্থক্য: প্রতি ১° দ্রাঘিমাংশে ৪ মিনিটের পার্থক্য।
-
৪৫° পূর্ব দ্রাঘিমাংশে পার্থক্য:
-
পূর্বদিকে সময় বৃদ্ধি পায়, তাই:
উত্তর:
0
Updated: 2 months ago
Created: 2 months ago
A
২৪
B
৩০
C
১৪
D
৪০
প্রশ্ন:
সমাধান:
১ম চিত্রে বর্গ আছে,
১২ + ২২ = ১ + ৪ = ৫ টি
একইভাবে,
২য় চিত্রে বর্গ আছে,
১২ + ২২ + ৩২ + ৪২ = ১ + ৪ + ৯ + ১৬ = ৩০ টি
0
Updated: 2 months ago
সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে কী বলা হয়?
Created: 1 month ago
A
গ লু উ খা ড়া
B
ক কূ ণ্ডূ ম প
C
ড় উ ন্ডী চ ন
D
র দা আ পা রী ব্যা
প্রশ্ন: সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে কী বলা হয়?
সমাধান:
সঠিক উত্তর হবে- ক কূ ণ্ডূ ম প
"ক কূ ণ্ডূ ম প" বর্ণগুলোকে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় তা হলো→ কূপমণ্ডূক
সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে কূপমণ্ডূক বলা হয়।
অন্যদিকে,
র দা আ পা রী ব্যা → আদার ব্যাপারী = নগণ্য ব্যক্তি
ড় উ ন্ডী চ ন → উড়নচণ্ডী = অমিতব্যয়ী
গ লু উ খা ড়া → উলুখাগড়া = গুরুত্বহীন ব্যক্তি
উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 1 month ago