প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?
A
Phishing
B
Spamming
C
Ransom ware
D
Sniffing
উত্তরের বিবরণ
সাইবার অপরাধ বিভিন্ন রকমের হতে পারে এবং প্রতিটি ধরনের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এখানে কিছু প্রধান সাইবার অপরাধের ধরন ও সংজ্ঞা তুলে ধরা হলো:
-
ফিশিং (Phishing): ইলেকট্রনিক যোগাযোগ বা ইন্টারনেটে কোনো নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য সত্তার ছদ্মবেশ ধারণ করে ব্যবহারকারীর ক্রেডিট/ডেবিট কার্ডের তথ্য, ইউজারনেম ও পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য চুরির চেষ্টা করা হয়। এই প্রক্রিয়াকে ফিশিং বলা হয়।
-
স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানোর কাজকে স্প্যামিং বলা হয়। যারা এই ধরনের কাজ করে তাদেরকে স্প্যামার বলা হয়।
-
র্যানসমওয়্যার (Ransomware): এটি একটি ধরনের ম্যালওয়্যার। র্যানসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমণ করে তথ্য লক বা কুক্ষিগত করা হয় এবং মুক্তিপণ (ransom) দাবি করা হয়।
-
স্নিফিং (Sniffing): যখন তথ্য ট্রান্সমিশন লাইন দিয়ে যাচ্ছে, তখন সেটি হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে স্নিফিং বলা হয়।

0
Updated: 9 hours ago
SQL-এর পূর্ণরূপ কী?
Created: 3 weeks ago
A
Systematic Question Logic
B
Simple Query List
C
Structured Query Language
D
Standard Question Language
SQL
-
পূর্ণরূপ: Structured Query Language
-
মানসম্মত প্রোগ্রামিং ভাষা, ডাটাবেজ পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যবহৃত
-
ডাটাবেজে তথ্য সংরক্ষণ, পরিবর্তন, মুছে ফেলা ও অনুসন্ধান সম্ভব
-
ব্যবহৃত হয় MySQL, Oracle, PostgreSQL, MS SQL Server ইত্যাদিতে
-
১৯৭৪ সালে IBM Research Center-এ তৈরি
SQL Query
-
শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ
-
রিলেশনাল ডাটাবেজ অ্যাকসেসের হাতিয়ার
-
অধিকাংশ স্টেটমেন্ট ফলাফল হিসেবে রেকর্ডের সেট প্রদান করে
SQL ফিচার সুবিধা
-
ইংরেজি ভাষার কাছাকাছি কোয়েরি ল্যাঙ্গুয়েজ (SELECT, INSERT, DELETE ইত্যাদি)
-
Non-procedural ল্যাঙ্গুয়েজ, কেবল কী দরকার তা উল্লেখ করতে হয়
-
একবারে এক সেট রেকর্ড প্রসেস করে
-
ব্যবহারকারীর বিভিন্ন শ্রেণি ব্যবহার করতে পারে (ডাটাবেজ এডমিন, প্রোগ্রামার, ম্যানেজমেন্ট, এন্ড ইউজার)
SQL ব্যবহার
-
ডাটা কোয়েরি করা
-
ডাটা সন্নিবেশ, আপডেট বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট তৈরি, সংশোধন বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট অ্যাকসেস নিয়ন্ত্রণ
-
ডাটাবেজ Consistency নিশ্চিত করা
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল

0
Updated: 3 weeks ago
ইন-স্টোর কনট্যাক্টলেস পেমেন্ট চালু করতে গুগল পে কোন প্রযুক্তি ব্যবহার করে?
Created: 1 month ago
A
Bluetooth
B
SMS
C
NFC
D
QR code
ব্যাখ্যা:
-
গুগল পে ইন-স্টোর কনট্যাক্টলেস পেমেন্টের জন্য NFC প্রযুক্তি ব্যবহার করে।
-
NFC হলো শর্ট-রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি, যা কয়েক সেন্টিমিটার দূরত্বে ডিভাইসগুলিকে সংযুক্ত করে।
-
ব্যবহারকারী তার স্মার্টফোন বা NFC সমর্থিত ডিভাইস পেমেন্ট টার্মিনালের কাছে নিয়ে গেলে, নিরাপদভাবে তথ্য আদান-প্রদানের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হয়।
ফায়দা:
-
কার্ড বা নগদ টাকা ছাড়াই দ্রুত পেমেন্ট।
-
হাইজিন বজায় থাকে।
-
ব্যস্ত দোকান বা সুরক্ষিত পরিবেশে সময় বাঁচায়।
-
পেমেন্ট প্রক্রিয়া দ্রুত ও নির্ভরযোগ্য।
উৎস:
-
গুগলের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago
F5 কী সাধারণত ওয়েব ব্রাউজারে কী জন্য ব্যবহৃত হয়?
Created: 3 weeks ago
A
পেজ রিফ্রেশ/রিলোড করা
B
নতুন ট্যাব খোলা
C
ব্রাউজার বন্ধ করা
D
ডেভেলপার টুলস খোলা
তথ্য প্রযুক্তি
ডিজিটাল কম্পিউটার
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
ব্রাউজার (Browser)
উত্তর: ক) পেজ রিফ্রেশ/রিলোড করা
ব্যাখ্যা:
-
F5 কী সাধারণত ওয়েব ব্রাউজারে বর্তমান পেজ রিফ্রেশ বা রিলোড করার জন্য ব্যবহার করা হয়।
-
এটি সার্ভার থেকে সর্বশেষ তথ্য নিয়ে পেজটি পুনরায় লোড করে, যা নতুন তথ্য দেখতে বা পেজে কোনো সমস্যা সমাধান করতে সহায়ক।
-
F5 চাপার মাধ্যমে ব্যবহারকারী ম্যানুয়ালি রিফ্রেশ করার ঝামেলা এড়াতে পারে।
অন্যান্য ফাংশন কী সংক্ষিপ্ত বিবরণ:
-
F1: হেল্প মেনু খোলা
-
F2: ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন
-
F3: সার্চ সুবিধা
-
F4: শেষ অ্যাকশন পুনরাবৃত্তি
-
F6: কারসরকে অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া
-
F7: বানান ও ব্যাকরণ পরীক্ষা
-
F8: Safe Mode চালু করা
-
F9: কুয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার
-
F10: মেনুবার চালু করা
-
F11: ফুলস্ক্রিন মোড
-
F12: ভাষা পরিবর্তন (ইংরেজি ↔ বাংলা)
উৎস: ব্রিটানিকা

0
Updated: 3 weeks ago