গ্রিক শব্দ কোনটি?
A
তুফান
B
লুঙ্গী
C
কুশন
D
দাম
উত্তরের বিবরণ
• দাম,
- গ্রিক শব্দ।
অর্থ: মূল্য, দর, মর্যাদা, গুরুত্ব।
অন্যদিকে,
লুঙ্গি - ফারসি শব্দ।
তুফান - আরবি শব্দ।
কুপন - ফরাসি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
‘খ্রিষ্টান’ কোন জাতীয় মিশ্র শব্দ?
Created: 1 week ago
A
ইংরেজি + বাংলা
B
ইংরেজি + আরবি
C
ইংরেজি + ফারসি
D
ইংরেজি + তৎসম
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 'খ্রিষ্টান' = ইংরেজি শব্দ। এটি মিশ্র শব্দ নয়। 'খ্রিস্টাব্দ' শব্দটি ইংরেজি + তৎসম শব্দের সমন্বয়ে গঠিত।

0
Updated: 1 week ago
দুর্দমনীয়' বলতে কী বোঝায়?
Created: 4 weeks ago
A
নষ্ট হওয়াই স্বভাব নয় যার
B
যা নিবারণ করা কষ্টকর
C
যা দমন করা কষ্টকর
D
যা দমন করা যায় না
দুর্দমনীয়
-
অর্থ: যা দমন করা কষ্টকর বা সহজে নিয়ন্ত্রণে আনা যায় না।
অন্যান্য সম্পর্কিত শব্দ:
-
অদম্য – যা দমন করা যায় না।
-
দুর্নিবার – যা নিবারণ করা কষ্টকর।
-
অবিনশ্বর – নষ্ট হওয়াই স্বভাব নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 4 weeks ago
নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
Created: 3 weeks ago
A
খোকা
B
ধোপা
C
কৃতদার
D
নেতা
নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক শব্দ
-
যে সব শব্দের নর বা নারীবাচক রূপ নেই, সেগুলোকে নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক বলা হয়।
নিত্য নরবাচক: কৃতদার, অকৃতদার।
নিত্য নারীবাচক: সতীন, বিধবা।
অন্যদিকে:
-
খোকা → খুকি
-
ধোপা → ধোপানি
-
নেতা → নেত্রী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

0
Updated: 3 weeks ago