DBMS-এর পূর্ণরূপ কী?
A
Data Backup Management System
B
Database Management Service
C
Database Management System
D
Data of Binary Management System
উত্তরের বিবরণ
DBMS বা Database Management System হলো এমন একটি সফটওয়্যার সিস্টেম যা পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য সংরক্ষণ, পরিচালনা এবং নিয়ন্ত্রণের কাজ করে। এটি ব্যবহারকারী এবং ডেটাবেজের মধ্যে একটি interface তৈরি করে,
যাতে তথ্য সহজে access এবং manage করা যায়।DBMS ডেটাকে নিরাপদ রাখে, আধুনিকায়ন এবং সংরক্ষণের সুবিধা প্রদান করে, এবং ডেটার কার্যকারিতা নিশ্চিত করে।
DBMS এর প্রধান তিনটি কাজ হলো:
-
ডেটাবেজ তৈরি করা (Database Creation): নতুন ডেটাবেজ তৈরি করা এবং এর কাঠামো নির্ধারণ করা।
-
ডেটাবেজ ইন্টারোগেশন (Database Interrogation): ডেটা query করা এবং প্রয়োজনীয় তথ্য বের করা।
-
ডেটাবেজ রক্ষণাবেক্ষণ (Database Maintenance): ডেটার integrity, নিরাপত্তা এবং আপডেট নিশ্চিত করা।
কিছু জনপ্রিয় DBMS এর উদাহরণ:
-
Microsoft Access
-
Oracle
-
MySQL
-
Microsoft SQL Server
-
SQLite
-
PostgreSQL
0
Updated: 1 month ago
নিচের কোনটি output device নয়?
Created: 2 months ago
A
monitor
B
microphone
C
printer
D
speaker
মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস, যা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য গ্রহণ করে কম্পিউটারে প্রেরণ করে। কম্পিউটারে তথ্য আদান-প্রদানের জন্য বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহৃত হয়, যেগুলোকে মূলত ইনপুট, আউটপুট এবং ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়।
ইনপুট ডিভাইস:
-
ইনপুট ডিভাইস হলো সেই হার্ডওয়্যার বা ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে।
-
উল্লেখযোগ্য ইনপুট ডিভাইসগুলো হলো: Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।
আউটপুট ডিভাইস:
-
আউটপুট ডিভাইস হলো সেই হার্ডওয়্যার, যা কম্পিউটারের প্রক্রিয়াকৃত তথ্য বা ফলাফল প্রদর্শন করতে ব্যবহৃত হয়।
-
উল্লেখযোগ্য আউটপুট ডিভাইসগুলো হলো: Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।
ইনপুট-আউটপুট ডিভাইস:
-
এমন ডিভাইসগুলো, যা একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে, তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।
-
উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইসগুলো হলো: Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, Modem ইত্যাদি।
0
Updated: 2 months ago
এক word কত বিট বিশিষ্ট হয়?
Created: 2 months ago
A
8
B
16
C
4
D
2
বিট (Bit)
-
কম্পিউটারে ব্যবহৃত সবচেয়ে ছোট তথ্য একক হল বিট, যা হয় ০ বা ১।
-
ইংরেজি শব্দ Binary (দ্বৈত) এবং Digit (অঙ্ক) থেকে বিট শব্দটি এসেছে।
-
কম্পিউটারের মেশিন ভাষা সম্পূর্ণরূপে বিটের উপর ভিত্তি করে তৈরি।
-
এখানে ০ বিট নির্দেশ করে কম ভোল্টেজ (Low Voltage) এবং ১ বিট নির্দেশ করে বেশি ভোল্টেজ (High Voltage)।
বাইট (Byte)
-
৮টি বিট মিলে ১ বাইট তৈরি করে।
-
৮ বিট ব্যবহার করে যেকোন অক্ষর, সংখ্যা বা বিশেষ চিহ্ন প্রকাশ করা যায়।
-
তাই বলা হয়, ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
কম্পিউটার ওয়ার্ড (Computer Word):
-
সংলগ্ন কয়েকটি বিট বা বাইটের সমষ্টিকে একটি ওয়ার্ড বলা হয়।
-
সাধারণত ১৬ বা ৩২ বিটকে ১ ওয়ার্ড ধরা হয়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
0
Updated: 2 months ago
DNS সার্ভারের কাজ হচ্ছে _____ কে _____ address-এ পরিবর্তন করা।
Created: 2 months ago
A
Email, DNS
B
MAC Address, IP
C
Domain name, IP
D
Email, IP
DNS সার্ভারের মূল কাজ হলো ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করা, যাতে ব্যবহারকারীরা সহজে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। কারণ, সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস মনে রাখা মানুষের জন্য কঠিন, তাই সহজে ব্যবহারযোগ্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।
-
ডোমেইন নেম:
-
এটি হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম।
-
উদাহরণস্বরূপ, www.google.com-এর আইপি অ্যাড্রেস হলো 216.58.212.164।
-
ডোমেইন নেমের বিভিন্ন অংশ থাকে, যা ডট (.) অপারেটর দ্বারা পৃথক করা হয়।
-
-
DNS সার্ভার:
-
DNS বা Domain Name System হলো সেই পদ্ধতি যার মাধ্যমে ডোমেইন নেম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
-
এটি ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
-
যখন একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন সেই নির্দেশনা DNS সার্ভারের কাছে পৌঁছে।
-
0
Updated: 2 months ago