নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?
A
Register
B
ROM
C
Flags
D
Output Unit
উত্তরের বিবরণ
রেজিস্টার হলো একটি বিশেষ ধরণের মেমোরি ডিভাইস, যা মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অত্যন্ত দ্রুত ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এগুলো মূলত ফ্লিপ ফ্লপ (flip-flop) ব্যবহার করে তৈরি করা হয় এবং মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদনের জন্য অপরিহার্য।
অ্যাকিউমুলেটর হলো একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার, যা ALU-র ফলাফল রাখতে সহায়ক।
-
রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপের সাহায্যে, যা এর কাজের গতি বাড়ায়।
-
এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত (high speed)।
-
মাইক্রোপ্রসেসরের বিভিন্ন কার্যাবলি সম্পাদনের জন্য এর ভিতরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়।
-
রেজিস্টারের ধারণক্ষমতা মাইক্রোপ্রসেসর ভেদে ভিন্ন হতে পারে, যেমন ৪-বিট, ১৬-বিট, ৩২-বিট, ৬৪-বিট রেজিস্টার।
-
যেহেতু রেজিস্টার ইলেকট্রনিক সার্কিট দিয়ে তৈরি, তাই এগুলোর কাজ করার ক্ষমতা খুব দ্রুত।
-
গাণিতিক ও যুক্তিমূলক ইউনিট (ALU) এর প্রক্রিয়াকরণের ফলাফল তাৎক্ষণিকভাবে অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য অ্যাকিউমুলেটর (accumulator) ব্যবহার করা হয়।
0
Updated: 1 month ago
Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
Created: 2 months ago
A
![]()
B
A. A = 1
C
A + A = 2A
D
উপরের কোনোটিই নয়
• বুলিয়ান অ্যালজেবরা: বাইনারি উপাদানসমূহের গেইট দ্বারা গঠিত গাণিতিক পদ্ধতি যা ‘+' ও ‘-' এই দুই গাণিতিক চিহ্নের সাহায্যে পরিচালিত তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
• বুলিয়ান উপপাদ্য: সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
Created: 2 months ago
A
malware
B
firmware
C
virus
D
lip - lop
ROM (রিড ওনলি মেমরি)
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory।
-
ROM-এ থাকা তথ্য পরিবর্তন করা যায় না।
-
ROM-ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলা হয়।
-
সাধারণত, কম্পিউটার তৈরি হওয়ার সময় যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে মেমরিতে রাখা হয়, সেগুলো ফার্মওয়্যার।
-
এই প্রোগ্রামগুলো কম্পিউটারের পর্দায় দেখা যায়, কিন্তু ব্যবহারকারী এগুলোতে কোনো পরিবর্তন করতে পারে না।
-
উদাহরণস্বরূপ, কম্পিউটার চালু করলে স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য মনিটরে প্রদর্শিত হয়; এগুলোই ROM-ভিত্তিক ফার্মওয়্যারের আউটপুট।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago
নিচের কোনটি output device নয়?
Created: 2 months ago
A
monitor
B
microphone
C
printer
D
speaker
মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস, যা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য গ্রহণ করে কম্পিউটারে প্রেরণ করে। কম্পিউটারে তথ্য আদান-প্রদানের জন্য বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহৃত হয়, যেগুলোকে মূলত ইনপুট, আউটপুট এবং ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়।
ইনপুট ডিভাইস:
-
ইনপুট ডিভাইস হলো সেই হার্ডওয়্যার বা ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে।
-
উল্লেখযোগ্য ইনপুট ডিভাইসগুলো হলো: Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।
আউটপুট ডিভাইস:
-
আউটপুট ডিভাইস হলো সেই হার্ডওয়্যার, যা কম্পিউটারের প্রক্রিয়াকৃত তথ্য বা ফলাফল প্রদর্শন করতে ব্যবহৃত হয়।
-
উল্লেখযোগ্য আউটপুট ডিভাইসগুলো হলো: Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।
ইনপুট-আউটপুট ডিভাইস:
-
এমন ডিভাইসগুলো, যা একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে, তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।
-
উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইসগুলো হলো: Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, Modem ইত্যাদি।
0
Updated: 2 months ago