অণুজীব বিজ্ঞানের জনক কে?
A
রবার্ট কক্
B
লুইস পাস্তুর
C
এডওয়ার্ড জেনার
D
এন্টনি ভন লিউয়েনহুক
উত্তরের বিবরণ
বৈজ্ঞানিক গবেষণা ও জীবাণু বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানকারীদের সংক্ষিপ্ত বিবরণ হলো। প্রথমে ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক ১৬৭৫ খ্রিস্টাব্দে তাঁর নিজস্ব আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বৃষ্টির পানির এক ফোঁটায় ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
তিনি এ ক্ষুদ্র জীবাণুগুলোকে Animalcule অর্থাৎ ক্ষুদ্র প্রাণি নাম দেন। এজন্য তাঁকে Father of Bacteriology বা ব্যাকটেরিওলজির জনক হিসেবে মানা হয়।
-
পরবর্তীতে, জার্মান বিজ্ঞানী এহরেনবার্গ ১৮২৯ খ্রিস্টাব্দে এই জীবাণুগুলোকে ব্যাকটেরিয়া (Bacteria) নামে পরিচিত করেন।
-
ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর (Louis Pasteur, ১৮২২-১৮৯৫) ব্যাকটেরিয়ার উপর ব্যাপক গবেষণা করে ব্যাকটেরিয়া তত্ত্ব (Germ Theory of Disease) প্রতিষ্ঠা করেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও তাঁদের অবদান:
-
রবার্ট কক্ (Robert Koch) যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন।
-
লুই পাস্তুর (Louis Pasteur) রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন। তিনি জলাতঙ্কের টিকা আবিষ্কার করে টিকাজগতে বিপ্লব ঘটান। এছাড়াও তিনি মুরগির কলেরা, গবাদি পশুর অ্যানথ্রাক্স, এবং পাস্তুরাইজেশন (Pasteurization) পদ্ধতি উদ্ভাবন করেন।
-
এডওয়ার্ড জেনার (Edward Jenner) ১৭৯৬ খ্রিস্টাব্দে গুটি বসন্তের (Smallpox) টিকা আবিষ্কার করেন। এজন্য তাঁকে প্রতিষেধক বিদ্যার জনক (Father of Immunology) বলা হয়।

0
Updated: 10 hours ago