টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় -

A

রেডিও ওয়েভ

B

অবলোহিত রশ্মি

C

আলট্রা ভায়োলেট

D

দৃশ্যমান রশ্মি

উত্তরের বিবরণ

img

টেলিভিশনে শব্দ ও ছবি প্রেরণের জন্য একটি প্রেরক ষ্টেশন প্রয়োজন, যেখানে শব্দ এবং ছবি প্রেরণের জন্য দুটি পৃথক প্রেরক যন্ত্র থাকে। এই যন্ত্রগুলোর সাহায্যে শব্দকে এবং ছবিকে তড়িৎ সংকেতের মাধ্যমে তাড়িত চৌম্বক তরঙ্গ হিসেবে আকাশে প্রেরণ করা হয়।

  • শব্দ প্রেরণ: শব্দ প্রেরণকারী যন্ত্র মাইক্রোফোনের মাধ্যমে বক্তার শব্দ সংগ্রহ করে। মাইক্রোফোনে একটি পাতলা ধাতব পদার্থ থাকে, যাকে ডায়াফ্রাম বলা হয়। আসা শব্দ এই ডায়াফ্রামকে কম্পিত করে, এবং এই যান্ত্রিক কম্পন তড়িৎ সংকেতে রূপান্তরিত হয়। এরপর এই সংকেতকে তাড়িত চৌম্বক তরঙ্গে রূপান্তরিত করে প্রেরক এন্টেনার মাধ্যমে আকাশে প্রেরণ করা হয়।

  • ছবি প্রেরণ: সম্প্রচার বা প্রেরণযোগ্য দৃশ্য লেন্সের মাধ্যমে টেলিভিশন ক্যামেরার পর্দায় ফেলা হয়। টেলিভিশন ক্যামেরা এই ছবিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে। তারপর এই সংকেতকে তাড়িত চৌম্বক বেতার তরঙ্গে (রেডিও তরঙ্গ) রূপান্তরিত করে প্রেরক এন্টেনার মাধ্যমে আকাশে ছড়িয়ে দেয়া হয়।

অতএব, শব্দ ও ছবি প্রেরণের ক্ষেত্রে ব্যবহৃত তাড়িত চৌম্বক তরঙ্গ হলো রেডিও ওয়েভ

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

GPS সিস্টেম কোন তরঙ্গ ব্যবহার করে?


Created: 2 months ago

A

রেডিও ওয়েভ


B

আল্ট্রাভায়োলেট


C

এক্স-রে


D

ইনফ্রারেড


Unfavorite

0

Updated: 2 months ago

তরঙ্গের বেলায় কোন্‌টি সত্য?

Created: 1 month ago

A

তড়িৎ চৌম্বকতরঙ্গ আলোর বেগে গমন করে

B

শব্দতরঙ্গ একধরনের তড়িৎ চৌম্বকতরঙ্গ

C

সকল তরঙ্গেই প্রতিফলন-প্রতিসরণ হয় না

D

তরঙ্গবেগ হলো এর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত

Unfavorite

0

Updated: 1 month ago

তাড়িতচৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে সংকেত পাঠানোর পন্থা আবিষ্কার করেন কে? 


Created: 1 month ago

A

মার্কোনি 


B

গ্যালিলিও 


C

ম্যাক্সওয়েল 


D

আইনস্টাইন 


Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved