ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
A
অরণি
B
পরিচয়
C
নবশক্তি
D
ক্রান্তি
উত্তরের বিবরণ
'ক্রান্তি' পত্রিকা সম্পর্কে:
১৯৪০ সালে ঢাকা থেকে প্রকাশিত 'ক্রান্তি' পত্রিকা ছিল ঢাকার প্রগতি লেখক সংঘের মুখপাত্র। এর প্রথম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রণেশ দাশগুপ্ত।
অন্যান্য পত্রিকা ও সম্পাদকরা:
কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা 'কল্লোল' এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।আরেকটি সাপ্তাহিক পত্রিকা 'অরণি' এর সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার। এছাড়া 'পরিচয়' পত্রিকাটি কলকাতা থেকে সুধীন্দ্রনাথ দত্তের তত্ত্বাবধানে প্রকাশিত হত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয় ?
Created: 4 weeks ago
A
১৯২৩ সালে
B
১৯২৪ সালে
C
১৯২৫ সালে
D
১৯২৭ সালে
কল্লোল পত্রিকা (১৯২৩)
‘কল্লোল’ পত্রিকাটি ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয়। এটি অতি আধুনিক লেখকগোষ্ঠীর ভাব ও মত প্রকাশের একটি প্রধান মাধ্যম হিসেবে কাজ করেছিল। পত্রিকাটি কলকাতা থেকে মাসিক আকারে প্রকাশিত হত।
পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তখনকার গুরুত্বপূর্ণ লেখক ও কবিরা, যেমন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম ও মোহিতলাল মজুমদার।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
Created: 2 months ago
A
বাউণ্ডেলের আত্মকাহিনী
B
মুক্তি
C
হেবা
D
বিদ্রোহী
নজরুলের সাহিত্য জীবন শুরু হয় করাচি সেনানিবাস থেকে, যেখানে তিনি রচনা করেছিলেন ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ নামে একটি গদ্য, যা প্রথমবার ১৯১৯ সালের মে মাসে সওগাত পত্রিকায় প্রকাশ পায়।
কাজী নজরুল ইসলামের সাহিত্যিক পথচলার প্রথম ধাপগুলো হলো:
-
তাঁর প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’, যা ১৯১৯ সালের জুলাই মাসে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় ছাপা হয়।
-
প্রথম গ্রন্থ ‘অগ্নি-বীণা’ (১৯২২) প্রকাশিত হয়, যা তার প্রথম কাব্যসংগ্রহ।
-
নজরুলের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’ ১৯২৭ সালে প্রকাশিত হয়।
-
তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধের শিরোনাম ‘তুর্কিমহিলার ঘোমটা খোলা’।
-
১৯৩০ সালে তিনি প্রথম নাটক ‘ঝিলিমিলি’ রচনা ও প্রকাশ করেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে?
Created: 2 weeks ago
A
১৯১০
B
১৯১১
C
১৯১২
D
১৯১৩
রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি
-
গীতাঞ্জলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ১৫৭টি গানের সংকলন।
-
গানগুলো মূলত ১৯০৮ ও ১৯০৯ সালে লেখা হয় এবং ১৯১০ সালে একত্রিত গ্রন্থ আকারে প্রকাশিত হয়।
-
গীতাঞ্জলি লেখা হয়েছে সহজ ও সাবলীল ভাষায়, যার ছন্দ পড়তে এবং বোঝতেও সুন্দর।
-
এই গানগুলো মূলত কবিতার আকারে, তাই সাহিত্যিক এবং ভাবগভীর।
-
১৯১২ সালের নভেম্বরে ইংল্যান্ডে Song Offerings নামে একটি ইংরেজি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়, যা মূলত গীতাঞ্জলির ভাব ও আধ্যাত্মিকতা, প্রকৃতি ও প্রেমের অনুভূতি তুলে ধরে। সম্পূর্ণ অনুবাদ না হলেও, এই গ্রন্থের মাধ্যমে গীতাঞ্জলির মর্ম অনেকটাই ইংরেজি পাঠকের কাছে পৌঁছে।
-
Song Offerings এর জন্য রবীন্দ্রনাথ ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 weeks ago