Which two organizations jointly established the IPCC?
A
UNEP and UNESCO
B
UNEP and WMO
C
WMO and WHO
D
UNEP and UNDP
উত্তরের বিবরণ
IPCC (Intergovernmental Panel on Climate Change):
-
গঠন: ১৯৮৮ সালে।
-
গঠনকারী সংস্থা: জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) যৌথভাবে এটি প্রতিষ্ঠা করে।
-
মূল উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সামাজিক-অর্থনৈতিক তথ্য মূল্যায়ন করা এবং নীতি-নির্ধারকদের বৈজ্ঞানিক ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।
-
স্বীকৃতি: IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য।
-
কাজের ধরন: এটি নিজে গবেষণা করে না, বরং সারা বিশ্বের বিজ্ঞানীদের প্রকাশিত গবেষণাগুলো বিশ্লেষণ করে Assessment Reports (AR) প্রকাশ করে।
-
এই রিপোর্টগুলো জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক প্রমাণ, প্রভাব, ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমন (mitigation) কৌশল সম্পর্কে ধারণা দেয়।
0
Updated: 1 month ago
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা—
Created: 3 weeks ago
A
IUCN
B
UNOCC
C
IPCC
D
SANDEE
সাধারণ জ্ঞান
IPCC- Intergovernmental Panel on Climate Change(জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা)
শিক্ষক নিবন্ধন পরীক্ষা
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ ও প্রভাবশালী সংস্থা হলো IPCC Intergovernmental Panel on Climate Change)। এটি জাতিসংঘ ও বিশ্ব আবহাওয়া সংস্থার যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক মূল্যায়ন প্রদান করে।
0
Updated: 3 weeks ago
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ প্রধানত কোন জলবায়ুর অর্ন্তগত?
Created: 1 month ago
A
ভূমধ্যসাগরীয়
B
মৌসুমী
C
নিরক্ষীয়
D
মহাদেশীয়
সাধারণ জ্ঞান
IPCC- Intergovernmental Panel on Climate Change(জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা)
সাধারণ জ্ঞান
মৌসুমী জলবায়ু অঞ্চল এমন এক ধরনের জলবায়ু অঞ্চল, যা মৌসুমী বায়ুর দিক পরিবর্তনের ফলে সৃষ্টি ও নিয়ন্ত্রিত হয়। এই অঞ্চলে জলবায়ুর ধরন মূলত মৌসুমী বায়ুপ্রবাহের গতি ও প্রবাহের ওপর নির্ভরশীল, ফলে গ্রীষ্ম ও শীত মৌসুমে আবহাওয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়।
• মৌসুমী বায়ু দ্বারা সৃষ্ট ও নিয়ন্ত্রিত জলবায়ুকে বলা হয় মৌসুমী জলবায়ু।
• বিশ্বের যেসব অঞ্চলের ওপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, সেগুলোই মৌসুমী জলবায়ু অঞ্চল নামে পরিচিত।
• এই জলবায়ুর ধরন নির্ভর করে মৌসুমী বায়ুপ্রবাহের দিক ও তীব্রতার পরিবর্তনের ওপর।
• অঞ্চল ও দেশসমূহ:
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এ জলবায়ু বিরাজ করে। এর মধ্যে রয়েছে—ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার (বার্মা), থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, কম্পুচিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, জাপান এবং ফিলিপাইনের কিছু অঞ্চল।
0
Updated: 1 month ago
Which organization publishes the 'Global Climate Risk Index'?
Created: 1 month ago
A
Earth Watch
B
World Watch
C
German Watch
D
Green Watch
Germanwatch হলো একটি অলাভজনক বেসরকারি সংস্থা যা পরিবেশ এবং বাণিজ্য বিষয়ক কাজ করে এবং শিল্পোন্নত দেশ ও অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপনে উদ্যোগী। সংস্থাটি প্রতি বছর "বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক" প্রকাশ করে।
-
প্রতিষ্ঠা: ১৯৯১
-
সদর দপ্তর: বন, জার্মানি
-
কার্যক্রম:
-
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করা
-
শিল্পোন্নত দেশ ও অনুন্নত দেশের মধ্যে বাণিজ্য ও পরিবেশ সম্পর্ক উন্নয়ন
-
প্রতিবছর বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক প্রকাশ
-
0
Updated: 1 month ago