What is the main objective of the Montreal Protocol?
A
To prevent global warming
B
To reduce the emission of substances harmful to the ozone layer
C
To control hazardous waste
D
To protect the Biodiversity
উত্তরের বিবরণ
মন্ট্রিল প্রোটোকল (Montreal Protocol):
মন্ট্রিল প্রোটোকলের পূর্ণরূপ হলো Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer। নাম থেকেই এর উদ্দেশ্য স্পষ্ট — ওজোন স্তরের জন্য ক্ষতিকর পদার্থের নিঃসরণ হ্রাস করা।
-
প্রতিষ্ঠা ও স্বাক্ষর: ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর, ২৪টি দেশ কানাডার মনট্রিলে প্রোটোকলে স্বাক্ষর করে।
-
মূল লক্ষ্য: ওজোন স্তর ধ্বংসকারী ক্লোরোফ্লোরো কার্বন (CFCs) নিঃসরণ ১৯৮৬ সালের স্তরে সীমাবদ্ধ রাখা।
-
উৎপত্তি ও ব্যবহার: সাধারণত রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, অ্যারোসল স্প্রে ইত্যাদির মাধ্যমে CFC নিঃসরণ ঘটে।
-
হ্রাসের পরিকল্পনা:
-
১৯৯৪ সালের মধ্যে ২৯% হ্রাস
-
১৯৯৯ সালের মধ্যে ৫০% হ্রাস
-
২০০০ সালের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে
-
উল্লেখযোগ্য তথ্য:
-
ভিয়েনা কনভেনশন (Vienna Convention for the Protection of the Ozone Layer) হলো এর পূর্বসূরী চুক্তি, যার মূল উদ্দেশ্য ওজোন স্তরের সুরক্ষা নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
“The Kigali Amendment is related to which of the following protocols?”
Created: 1 month ago
A
Montreal Protocol
B
Nagoya Protocol
C
Kyoto Protocol
D
None of the above
কিগালি সংশোধনী হলো মন্ট্রিল প্রোটোকলের সর্বশেষ সংশোধনী, যা হাইড্রোফ্লরোকার্বন (HFCs)-এর ব্যবহার ও উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার উদ্দেশ্যে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি।
-
২০১৬ সালের ১৫ অক্টোবর, রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় এই সংশোধনী অনুমোদিত হয়।
-
সংশোধনীর মূল লক্ষ্য হলো গ্রিন হাউজ গ্যাস হাইড্রোফ্লরোকার্বনের উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে কমানো।
-
যদি সংশোধনীটি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তাহলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস কমানো সম্ভব।
0
Updated: 1 month ago
ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ বিষয়ক প্রটোকল কোনটি?
Created: 1 month ago
A
কার্টাগেনাল প্রটোকল
B
মন্ট্রিল প্রটোকল
C
কিয়েটো প্রটোকল
D
বাসেল কনভেনশন
মন্ট্রিল প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণের উদ্দেশ্যে গৃহীত হয়। এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার জন্য কার্যকর ভূমিকা রাখে এবং চুক্তি বাস্তবায়নের ফলে CFC গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
-
গ্রহণের বছর: ১৯৮৭
-
চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯
-
উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ
অন্যান্য সংশ্লিষ্ট চুক্তি:
-
কিয়েটো প্রটোকল: গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য পরিবহন নিয়ন্ত্রণ
-
জৈব নিরাপত্তা সংক্রান্ত প্রটোকল: কার্টেজেনা প্রটোকল
0
Updated: 1 month ago