A
কালিকলম
B
প্রগতি
C
কল্লোল
D
সবুজপত্র
উত্তরের বিবরণ
‘কল্লোল’ পত্রিকা
১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক ‘কল্লোল’ পত্রিকা আত্মপ্রকাশ করে। এর প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। পত্রিকাটির পাতায় নিয়মিত লেখালেখি করতেন অচিন্ত্যকমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় সহ অনেকে।
‘কালিকলম’ সাহিত্য পত্রিকা
কলকাতা থেকেই ১৯২৬ সালে মাসিক ‘কালিকলম’ সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির সম্পাদনা দায়িত্বে ছিলেন প্রেমেন্দ্র মিত্র।
‘কালিকলম’ মূলত ‘কল্লোল’ পত্রিকার আদর্শ ও সাহিত্যচেতনার ধারাবাহিকতায় প্রকাশিত হলেও এটি বেশি দিন টিকে থাকতে পারেনি। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘কল্লোল’ ও ‘কালিকলম’-এর লেখক সমাজ প্রায় একই ধরনের ছিল।
‘সবুজপত্র’ পত্রিকা:
১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় মাসিক ‘সবুজপত্র’ পত্রিকা আত্মপ্রকাশ করে। বাংলা গদ্যের উন্নয়নে এর ভূমিকা অপরিসীম। বাংলা বৈশাখ ১৩২১ সালে প্রথম এই পত্রিকা প্রকাশিত হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও ‘সবুজপত্র’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে গদ্যরীতির নতুন স্বাচ্ছন্দ্য অর্জন করেন এবং পরে তা তার লেখায় প্রয়োগ করেন। ‘সবুজপত্র’ বাংলা সাহিত্যে ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি প্রভাবশালী সাহিত্যদল গঠনে সহায়ক হয়। ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
‘প্রগতি’ পত্রিকা:
১৯২৭ সালে ঢাকা থেকে মাসিক ‘প্রগতি’ পত্রিকা প্রকাশ শুরু হয়। এর সম্পাদক হিসেবে ছিলেন বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত। বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবাহ ঢাকায় পিছিয়ে ছিল না, তার প্রমাণ স্বরূপ ‘প্রগতি’ পত্রিকার প্রকাশ।
উৎস: ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
ফররুখ আহমদের 'সাত সাগরের মাঝি' কত সালে প্রকাশিত হয়?
Created: 5 days ago
A
১৯০৫
B
১৯৪০
C
১৯৪৪
D
১৯৫৫
সঠিক উত্তর: গ) ১৯৪৪ সাল।
‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ
-
‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদের লেখা প্রথম এবং সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ।
-
এটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
-
এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে।
-
গ্রন্থের শেষে ‘সাত সাগরের মাঝি’ নামের একটি কবিতাও আছে।
-
এতে ‘সিন্দাবাদ’, ‘পাঞ্জেরি’, ‘লাশ’, ‘আউলাদ’, ‘দরিয়ার শেষরাত্রি’—এমন অনেক গুরুত্বপূর্ণ কবিতা অন্তর্ভুক্ত রয়েছে।
-
‘পাঞ্জেরি’ কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্যতম কবিতা।
ফররুখ আহমদ
-
কবি ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
তিনি ছিলেন একজন মুসলিম জাগরণের কবি।
-
১৯৪৪ সালে কলকাতায় দুর্ভিক্ষের পটভূমিতে লেখা ‘লাশ’ কবিতার মাধ্যমে তিনি প্রথম পরিচিতি পান।
-
তিনি বিখ্যাত কাব্য ‘হাতেমতায়ী’-র জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার পান।
-
একই বছর, শিশুদের জন্য লেখা ‘পাখির বাসা’ গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
-
এছাড়া, ‘মুহূর্তের কবিতা’ নামে তার একটি সনেট সংকলনও রয়েছে।
ফররুখ আহমদের লেখা কাব্যগ্রন্থের তালিকা:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুর কাহিনী
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 5 days ago
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
Created: 4 weeks ago
A
রাজবন্দীর জবানবন্দী
B
ব্যথার দান
C
অগ্নিবীণা
D
নবযুগ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যজগতে তাঁর প্রথম পদার্পণেই নতুন ধারা সৃষ্টি করেন। সাহিত্যের নানা শাখায় তাঁর প্রথম প্রকাশিত কৃতিগুলি তাঁর বৈচিত্র্যময় প্রতিভার প্রমাণ বহন করে। নিচে তাঁর প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হলো:
প্রথম কাব্যগ্রন্থ:
‘অগ্নি-বীণা’ (১৯২২) — নজরুলের বিদ্রোহী আত্মার প্রতীক এই গ্রন্থ বাংলা কাব্যধারায় অনন্য স্থান অধিকার করে।
প্রথম প্রকাশিত কবিতা:
‘মুক্তি’ — এই কবিতার মাধ্যমে নজরুল তাঁর কাব্য-প্রতিভার সূচনা ঘটান, যেখানে মুক্তির চেতনা ফুটে ওঠে।
প্রথম প্রকাশিত প্রবন্ধ:
‘তুর্কমহিলার ঘোমটা খোলা’ — সামাজিক প্রগতির আহ্বান জানানো এই প্রবন্ধে নজরুল নারীমুক্তির প্রশ্নে সাহসী অবস্থান নেন।
প্রথম প্রবন্ধগ্রন্থ:
‘যুগবাণী’ — সমাজ, রাজনীতি ও ধর্ম বিষয়ক বিভিন্ন চিন্তাধারা নিয়ে রচিত এই গ্রন্থটি পরে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যা নজরুলের প্রগতিশীল মনোভাবের প্রমাণ।
প্রথম গল্পগ্রন্থ:
‘ব্যথার দান’ — ছোটগল্পের মধ্য দিয়ে মানব-ব্যথা ও সমাজবাস্তবতার চিত্র তুলে ধরেছেন।
প্রথম উপন্যাস:
‘বাঁধন-হারা’ — এই উপন্যাসে নজরুল ব্যক্তিস্বাধীনতা ও সমাজচিত্রকে কেন্দ্র করে এক নতুন ধারার সূচনা করেন।
প্রথম নাটক ও নাট্যগ্রন্থ:
‘ঝিলিমিলি’ — নাট্যসাহিত্যে নজরুলের প্রথম অবদান হিসেবে এই গ্রন্থ উল্লেখযোগ্য, যা নাট্যশৈলীতে নতুন গতি এনেছে।
উল্লেখযোগ্যভাবে, 'যুগবাণী' ছিল তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ এবং এটিই ছিল নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ, যা তাঁর লেখনীতে বিপ্লবের ঝাঁঝ প্রতিফলিত করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 weeks ago
'তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয়-
Created: 1 month ago
A
১৮৪১ সালে
B
১৮৪২ সালে
C
১৮৫০ সালে
D
১৮৪৩ সালে
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রকাশিত হয় ১৮৪৩ সালের ১৬ আগস্ট, দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং অক্ষয়কুমার দত্তের সম্পাদনায়।
অক্ষয়কুমার দত্ত প্রথম সম্পাদক হিসেবে পত্রিকাটির দায়িত্ব গ্রহণ করেন এবং ১৮৫৫ সাল পর্যন্ত তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর সম্পাদনাকালকে পত্রিকাটির স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়।
এই পত্রিকাটি তৎকালীন সমাজে একটি উদার, বিজ্ঞানমনস্ক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ চেতনার বাহক হিসেবে বিবেচিত ছিল। অক্ষয়কুমারের অবসরের পর পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago