‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
গব + এষণা
B
গো + এষণা
C
গো + ঘণা
D
গ + বেষণা
উত্তরের বিবরণ
‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি- বিচ্ছেদ গো + এষণা। ও + অন্য স্বরবর্ণ = অব্। উদাহরণ: গবেষণা = গো + এষণা।

0
Updated: 11 hours ago
কাঁদ + না – এটি কোন সন্ধি?
Created: 1 month ago
A
স্বরসন্ধি
B
ব্যঞ্জন সন্ধি
C
খাঁটি বাংলা সন্ধি
D
বিসর্গ সন্ধি
কাঁদ + না = কান্না শব্দটি ব্যঞ্জনসন্ধি সাধিত । স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (Assimilation) - এর নিয়মেই হয়ে থাকে। আর তাও মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। যেমন - সুপ + অন্ত = সুবন্ত, পরি + ছদ = পরিচ্ছদ, সৎ + চিন্তা = সচ্চিন্তা।

0
Updated: 1 month ago
সন্ধির প্রধান সুবিধা কী?
Created: 3 months ago
A
পড়ার সুবিধা
B
লেখার সুবিধা
C
উচ্চারণের সুবিধা
D
শোনার সুবিধা
সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

0
Updated: 3 months ago
'সতীশ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
Created: 2 weeks ago
A
সতি + ইশ
B
সতি + ঈশ
C
সতী + ঈশ
D
সতী + ইশ
সতীশ' এর সন্ধি বিচ্ছেদ - সতী + ঈশ (ঈ + ঈ = ঈ) ।
ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে 'ঈ' কার হয়। 'ঈ' কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমনঃ সতী + ঈশ = সতীশ, পরি + ঈক্ষা = পরীক্ষা

0
Updated: 2 weeks ago