‘ভিখারিকে ভিক্ষা দাও’ কোন কারকে কোন বিভক্তি?
A
কর্মে ৪র্থী
B
করণে ৪র্থী
C
সম্প্রদানে ৪র্থী
D
অপাদানে ৪র্থী
উত্তরের বিবরণ
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। যেমন: ভিখারিকে ভিক্ষা দাও, সৎপাত্রে কন্যা দান কর, অন্ধজনে দেহ আলো। স্বত্বত্যাগ করে না দিলে কর্মকারক হবে। যেমন: ধোপাকে কাপড় দাও।

0
Updated: 11 hours ago
‘আমার গানের মালা আমি করব কারে দান।’ বাক্যটিতে ‘কারে’—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Created: 2 months ago
A
কর্তায় সপ্তমী
B
কর্মে সপ্তমী
C
করণে সপ্তমী
D
অপাদানে সপ্তমী
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক হয়।

0
Updated: 2 months ago
‘তিলে তৈল হয়’- ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 3 weeks ago
A
কর্মকারকে ৭মী
B
অপাদানকারকে ৭মী
C
করণ কারকে ৭মী
D
অধিকরণ কারকে
প্রদত্ত বাক্যে 'তিলে তৈল হয়' দ্বারা অপাদান কারকে সপ্তমী বিভক্তি বুঝানো হয়েছে। যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরাম্ভ, দূরীভূত, ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। এছাড়া ক্রিয়াকে 'কোথা হতে' বা 'কিসের হাতে' দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। কোথা হতে তৈল হয় প্রশ্ন করলে তিল হতে উত্তর পাওয়া যায়।

0
Updated: 3 weeks ago
‘ফুলে ফুলে ঘর ভরেছে’- বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 11 hours ago
A
কর্মে ৭মী
B
করণে ৭মী
C
অপাদানে ৭মী
D
অধিকরণে ৭মী
কোনো কিছু দিয়ে কোনো কিছু হলে বা করা হলে থাকে করণ কারক বলে। ফুল দিয়ে ঘর ভরেছে তাই করণ কারক হয়েছে।

0
Updated: 11 hours ago