‘মুক্তি’- এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
A
√মুচ্ + ক্তি
B
√মুচ্ + তি
C
√মুক্ + ক্তি
D
√মুক্ + তি
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় শব্দগঠন বিশ্লেষণে মূল অংশকে প্রকৃতি বা ধাতু বলা হয় এবং শেষাংশকে প্রত্যয় বলা হয়।
-
‘মুক্তি’ শব্দের অর্থ হলো স্বাধীনতা বা মুক্ত হওয়া।
-
এর ধাতু বা মূল হলো মুচ্, যার অর্থ মুক্ত হওয়া বা ছাড়া।
-
এখানে ‘তি’ যুক্ত হয়েছে, যা একটি সাধারণ প্রত্যয় এবং মূলকে বিশেষ্য রূপে রূপান্তরিত করে।
✅ তাই:
-
ধাতু (মূল) = √মুচ্
-
প্রত্যয় = তি
অতএব সঠিক গঠন: √মুচ্ + তি
0
Updated: 1 month ago
'শৈশব' এর প্রকৃতি- প্রত্যয় কোনটি?
Created: 2 months ago
A
শিশু + ইমন
B
শিশু + ষ্ণ্য
C
শিশু + অ
D
শৈব + শব
- শৈশব' শব্দের প্রকৃতি-প্রত্যয় - 'শিশু+অ'।
শৈশব (বিশেষ্য):
- এটির সঠিক উচ্চারণ হচ্ছে শোই্শব্।
- এর অর্থ হচ্ছে বাল্যাবস্থা, শিশুকাল।
- 'শৈশব' -এর সঠিক প্রকতি ও প্রত্যয় শিশু+অ।
- 'শৈশব' একটি তদ্ধিতান্ত শব্দ।
0
Updated: 2 months ago
'প্রত্যহ + ইক= প্রাত্যহিক' শব্দে 'ইক' কোন ধরনের প্রত্যয়?
Created: 1 month ago
A
সংস্কৃত কৃৎ প্রত্যয়
B
বাংলা কৃৎ প্রত্যয়
C
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
D
বাংলা তদ্ধিত প্রত্যয়
‘প্রাত্যহিক’ শব্দে প্রত্যহ + ইক দ্বারা ‘ইক’ হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
-
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলা হয়। -
উদাহরণ:
-
মনু + ষ্ণ = মানব
-
লোক + ষ্ণিক বা ইক = লৌকিক
-
দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন
-
0
Updated: 1 month ago
ক্ষত্রিয়' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
ক্ষত্রিয়িনী
B
ক্ষত্রিয়া
C
ক্ষত্রিয়ান
D
ক্ষত্রিয়নী
আনী-প্রত্যয় যোগ করে বিশেষ্য গঠনের উদাহরণ এবং অর্থের পার্থক্য নিম্নরূপ:
-
ইন্দ্র + আনী = ইন্দ্রানী
-
মাতুল + আনী = মাতুলানী
-
আচার্য + আনী = আচার্যানী (কিন্তু আচার্যের কর্মে নিয়োজিত অর্থে আচার্য)
এরূপ কিছু অন্যান্য উদাহরণ:
-
শূদ্র → শূদ্রা (শূদ্রজাতির নারী), শূদ্রানী (শূদ্রের স্ত্রী)
-
ক্ষত্রিয় → ক্ষত্রিয়া / ক্ষত্রিয়ানী
আনী-প্রত্যয় যোগে কখনো অর্থের পার্থক্যও সৃষ্টি হয়:
-
অরণ্য → অরণ্যানী (বৃহৎ অরণ্য)
-
হিম → হিমানী (জমানো বরফ)
0
Updated: 1 month ago