√কাঁদ+অন – কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
A
কৃৎ প্রত্যয়
B
তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
D
বাংলা কৃৎ প্রত্যয়
উত্তরের বিবরণ
কৃৎ প্রত্যয়→ ধাতু বা ক্রিয়া মূলের সাথে যে প্রত্যয় গঠিত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে । যেমনঃ - কাঁদন→√কাঁদ্ + অন, বাঁচন→√বাঁচ্ + অন, চলতি→√চল্ + তি. তদ্ধিত প্রত্যয়→ নাম বা সাধিত শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমনঃ - থালা→থাল + আ, ডিঙা→ ডিঙি + আ, ঘামাচি→ঘাম + আচি.
0
Updated: 1 month ago
শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 2 months ago
A
√কৃ+ অন = করণ
B
√নো + অন = নয়ন
C
√ভৈ + অন = ভুবন
D
√শয় + অন = শয়ন
সংস্কৃত কৃৎ প্রত্যয় – ‘অন’ (< অনট্)
১. কর্তৃবাচ্যে (Active sense)
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| নিন্দ্ | অন | নন্দন | প্রশংসনীয় ব্যক্তি/বস্তু |
| সাধ্ | অন | সাধন | সাধন করা/সম্পাদন |
| তপ্ | অন | তপন | তপস্যা/উপবাস করা |
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| গম | অন | গমন | যাত্রা/যাওয়া |
| শী | অন | শয়ন | শোয়া |
| কৃ | অন | করণ | করা/কাজ |
| উদ্ + গৃ | অন | উদ্গিরণ | উচ্চারণ/উৎপাদন |
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| নী | অন | নয়ন | চোখ |
| চর্ | অন | চরণ | পদ/পা |
| ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
|---|---|---|---|
| শী | অন | শয়ন | শোয়ার স্থান |
| স্থা | অন | স্থান | জায়গা |
| ভূ | অন | ভুবন | পৃথিবী |
| উদ্ + যা | অন | উদ্যান | বাগান |
0
Updated: 2 months ago
‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√ গিঃ + অক
B
√ গায় + অক
C
√ গৈঃ + নক
D
√ গৈ + ণক
মূল শব্দ নির্ধারণ (ধাতু/মূল)
‘গায়ক’ শব্দটির অর্থ হলো যিনি গান করেন বা গান গাওয়া ব্যক্তিকে বোঝায়।
-
‘গা’ (বা ‘গাই’) হলো মূল ধাতু বা ক্রিয়ার অংশ।
-
বাংলায় ‘গাই’ ধাতুটি ‘গান করা’ অর্থে ব্যবহৃত হয়।
প্রত্যয় নির্ধারণ
‘-ক’/‘-ক্’/‘-ণক’ ইত্যাদি বাংলা শব্দে ব্যবহার হয় বিশেষ অর্থ প্রকাশের জন্য।
-
‘গায়ক’ → মূল ‘গাই’ + প্রত্যয় ‘ণক’ (কার্যকারক অর্থে, এখানে ‘যিনি করেন’ অর্থে)।
-
তাই সঠিক বিশ্লেষণ: √গৈ + ণক
সঠিক উত্তর: ঘ) √গৈ + ণক ✅
0
Updated: 1 month ago
"প্রত্যয়, বিভক্তি" - কোন অংশের আলোচ্য বিষয়?
Created: 3 months ago
A
ধ্বনিতত্ত্বে
B
বাক্যতত্ত্বে
C
রূপতত্ত্বে
D
অর্থতত্ত্বে
রূপতত্ত্ব (Morphology)
সংজ্ঞা:
-
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়।
-
ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে রূপমূল (Morpheme) বলা হয়।
-
রূপমূলগুলো মিলিত হয়ে শব্দ তৈরি করে।
-
তাই, শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়।
রূপতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ
রূপতত্ত্ব ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ ও পদের গঠন ও ব্যুৎপত্তি নিয়ে আলোচনা করা হয়।
উদাহরণ:
-
বচন
-
লিঙ্গ
-
উপসর্গ
-
প্রত্যয়
-
বিভক্তি
-
সমাস
-
ধাতুরূপ
-
কাল (সময়)
0
Updated: 3 months ago