A
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
B
মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
C
শেখ আব্দুর রহিম
D
ইসমাইল হোসেন সিরাজী
উত্তরের বিবরণ
‘সুধাকর’ পত্রিকা
- সুধাকর কলকাতা থেকে ১৮৮৯ সালের ৮ নভেম্বর (১২৯৬ বঙ্গাব্দের ২৩ কার্তিক) প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা।
- রেয়াজুদ্দীন আহমদ, মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ ও শেখ আবদুর রহিমের প্রচেষ্টায় এটি প্রকাশিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম (মতান্তরে মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ)।
- পত্রিকা প্রকাশের লক্ষ ও উদ্দেশ্য ছিল মুসলমানদের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার করা। এক পর্যায়ে এটি মিহির ও সুধাকর নামে প্রকাশিত হয়।
- খ্রিস্টান মিশনারিদের পরিচালিত খ্রিস্টীয় বান্ধব পত্রিকার সঙ্গে সুধাকরের ধর্মবিষয়ে বহু বিতর্ক হয়; এমনকি গো-হত্যার ব্যাপারে টাঙ্গাইলের মৌলবি নইমুদ্দীনের পক্ষে এবং মীর মশাররফ হোসেনের বিরুদ্ধে এটি প্রচারাভিযান চালায়। ধর্ম, সমাজ, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি ছাড়াও সাহিত্যবিষয়ক মৌলিক রচনাও এতে প্রকাশিত হতো।
- ১৯১০ সাল পর্যন্ত এর প্রকাশনা অব্যাহত ছিল।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
আবুল কালাম আজাদ
C
খান মুহাম্মদ মঈনুদ্দিন
D
মোহাম্মদ নাসিরুদ্দিন
‘সওগাত’ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন
‘সওগাত’ পত্রিকা ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯১৮ সালে) মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করে। পত্রিকার অন্যতম প্রধান লেখক ছিলেন কাজী নজরুল ইসলাম। করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন তিনি ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ শিরোনামে একটি ছোটগল্প সওগাতে পাঠান, যা তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখাটি ছিল।
‘সওগাত’-এর অন্যান্য উল্লেখযোগ্য লেখকরা হলেন:
-
বেগম রোকেয়া,
-
কাজী আবদুল ওদুদ,
-
আবুল কালাম শামসুদ্দীন,
-
আবুল মনসুর আহমদ এবং
-
আবুল ফজল।
এছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর ও সত্যেন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় তাদের লেখনী প্রকাশ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Created: 1 week ago
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
মোহাম্মদ আকরম খাঁ
B
তফাজ্জল হোসেন
C
নাসিরুদ্দীন
D
সিকানদার আবু জাফর
‘সমকাল’ পত্রিকা
১৯৫৭ সালে ঢাকা থেকে সিকান্দার আবু জাফর সম্পাদনায় প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’। এর সহকারী সম্পাদক হিসেবে ছিলেন হাসান হাফিজুর রহমান। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তিপ্রস্তর গঠনে ‘সমকাল’ পত্রিকার ভূমিকা অস্বীকারযোগ্য নয়।
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাভাষী বাংলাদেশের প্রভাবশালী লেখকদের মধ্যে এমন কেউ ছিলেন না, যিনি ‘সমকাল’ পত্রিকায় লেখেননি। ‘সমকাল’ ছিল লেখকদের জন্য গর্বের বিষয়। সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক হিসাবে বাংলাভাষী লেখকদের বিকাশে ‘সমকাল’ পত্রিকাকে সামনে নিয়ে গিয়েছিলেন।
এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago