‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক?
A
সমার্থে
B
বিপরীতার্থে
C
ক্ষুদ্রার্থে
D
বৃহদার্থে
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় কিছু শব্দ স্ত্রীলিঙ্গ রূপ ধারণ করে মূলত ক্ষুদ্রার্থে ব্যবহার বোঝাতে। যেমন—
-
নাটক → নাটিকা
-
কাব্য → কাব্যিকা
-
ছাত্র → ছাত্রিকা
এখানে "নাটক" মানে পূর্ণাঙ্গ নাট্যরূপ, আর "নাটিকা" মানে ছোট নাটক বা সংক্ষিপ্ত নাট্যাংশ। তাই ‘নাটিকা’ শব্দটি স্ত্রীবাচক রূপ হলেও প্রকৃতপক্ষে এর ক্ষুদ্র অর্থ প্রকাশ করে।
সেই জন্য উত্তর হবে ক্ষুদ্রার্থে।
0
Updated: 1 month ago
‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
Created: 2 months ago
A
অন্যকাল
B
ক্ষুদ্রকাল
C
কালের অন্তর
D
কাল ও অন্তর
কালান্তর শব্দটির ব্যাসবাক্য অন্য কাল। সমস্তপদের শেষে 'অন্তর' কথাটি থাকলেই নিত্য সমাস হবে। ব্যাসবাক্য করার সময় "অন্তর" এর স্থলে "অন্য" শব্দটি ব্যবহৃত হবে। যেমনঃ কালান্তর = অন্য কাল (নিত্যসমাস), দেশান্তর = অন্য দেশ (নিত্য সমাস), ধর্মান্তর= অন্য ধর্ম (নিত্য সমাস) এই রকম আরও কিছু নিত্য সমাসের উদাহরণ- গ্রামান্তর, দ্বীপান্তর, গৃহান্তর।
0
Updated: 2 months ago
নারীকে সম্বোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে?
Created: 2 months ago
A
সুচরিতেষু
B
কল্যাণীয়েষু
C
প্রীতিভোজনেষু
D
শ্রদ্ধাস্পদাসু
পত্রে সম্বোধনরীতি
বাংলা চিঠি লেখার ক্ষেত্রে সম্বোধন নির্বাচনে ভদ্রতা ও সম্পর্কের মর্যাদা বিশেষভাবে খেয়াল রাখা হয়।
নারীর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনাসু
-
শ্রদ্ধাস্পদাসু
-
কল্যাণীয়াসু
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন, স্নেহভাজন বা সম্মানিত নারীদের উদ্দেশে।
পুরুষ/বন্ধুর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনেষু
-
শ্রদ্ধাস্পদেষু
-
সুচরিতেষু
-
প্রীতিভাজন
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন পুরুষ, গুরুজন কিংবা আত্মীয়-বন্ধুদের উদ্দেশে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
’পদ্মপাতায় জল’ বাগ্ধারার অর্থ কী?
Created: 2 months ago
A
ক্ষণস্থায়ী
B
অহংকার
C
অসম্ভব বস্তু
D
অলীক কল্পনা
বাংলা ভাষায় কিছু বাগধারা বিশেষ অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ—
-
পদ্মপাতায় জল – অর্থ: ক্ষণস্থায়ী
-
ব্যাংঙের সর্দি – অর্থ: অসম্ভব বস্তু
-
দিবা স্বপ্ন – অর্থ: অলীক কল্পনা
-
পায়া ভারী – অর্থ: অহংকার
উৎস:
0
Updated: 2 months ago