‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
A
অপর
B
নিজস্ব
C
স্বকীয়তা
D
পরকীয়
উত্তরের বিবরণ
স্বকীয় শব্দের অর্থ হলো— নিজের বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন, নিজস্ব বা ব্যক্তিগত। যেমন: তার স্বকীয় প্রতিভা আছে।
-
বিপরীতার্থক শব্দ হয় যে শব্দের মানে একেবারে বিপরীত।
-
পরকীয় মানে হলো অন্যের বা অন্যের সঙ্গে সম্পর্কিত। যেমন: পরকীয় সম্পদ ব্যবহার।
-
তাই, ‘স্বকীয়’ (নিজস্ব, নিজের বৈশিষ্ট্যসম্পন্ন) এর বিপরীতার্থক হলো ‘পরকীয়’ (অন্যের)।
অন্য অপশনগুলো কেন ভুল:
-
ক) অপর – অর্থ ভিন্ন বা অন্য, কিন্তু স্বকীয়ের সরাসরি বিপরীত নয়।
-
খ) নিজস্ব – এটি তো আসলে ‘স্বকীয়’ এর সমার্থক।
-
গ) স্বকীয়তা – এটি একটি বিশেষ্য রূপ, বিপরীত শব্দ নয়।
সুতরাং সঠিক উত্তর ঘ) পরকীয়।

0
Updated: 13 hours ago
‘অন্তরঙ্গ’- এর বিপরীত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
শত্রুতা
B
সম্পর্কহীন
C
বহিরঙ্গ
D
বৈরীভাব
অন্তরঙ্গ এর বিপরীত শব্দ - বহিরঙ্গ। শত্রুতা এর বিপরীত শব্দ - মিত্রতা। সম্পর্কহীন এর বিপরীত শব্দ - সুসম্পর্ক।

0
Updated: 3 weeks ago
'সংশয়'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 4 months ago
A
নির্ভয়
B
বিস্ময়
C
প্রত্যয়
D
দ্বিধা
• ‘সংশয়' শব্দের অর্থ: সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ।
• ‘প্রত্যয়’ শব্দের অর্থ: প্রতীতি, বিশ্বাস , নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা।
• সুতরাং, 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ 'প্রত্যয়'।
অন্যদিকে,
- 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়।
- 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ স্বাভাবিক।
- 'দ্বিধা' এর বিপরীতার্থক শব্দ নির্দ্বিধা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 months ago
'দুর্মতি' এর বিপরীতার্থক শব্দ -
Created: 1 week ago
A
বিপথ
B
অসৎ মনোভাব
C
সবুদ্ধি
D
দুষ্ট
নিচে প্রদত্ত শব্দগুলোর বিপরীতার্থক整理 করা হলো।
-
দুর্মতি – বিপরীতার্থক শব্দ: সবুদ্ধি
-
দুর্মতি অর্থ: অসৎ মনোভাব; মন্দবুদ্ধি, কুবুদ্ধি
-
সবুদ্ধি / সুমতি অর্থ: উত্তম বা সবুদ্ধি, সদিচ্ছা, সৎপ্রবৃত্তি, দয়া
-
-
পথ – বিপরীতার্থক শব্দ: বিপথ
-
দুষ্ট – বিপরীতার্থক শব্দ: শিষ্ট

0
Updated: 1 week ago