In which year was the Green Climate Fund (GCF) established?
A
2010
B
2015
C
2019
D
2024
উত্তরের বিবরণ
"Green Climate Fund" ২০১০ সালে মেক্সিকোর কানকুনে COP16 সম্মেলনে প্রতিষ্ঠিত হয় এবং এটি বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা, কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু তহবিল, অভিযোজন ও ক্ষতিপূরণের জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠার বছর: ২০১০
-
প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো
-
সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া
-
COP16: Green Climate Fund আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়
-
আয়োজক দেশ: মেক্সিকো
আলোচ্য বিষয়:
-
গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলা
-
কার্বন নিঃসরণ হ্রাস
-
জলবায়ু তহবিল
-
অভিযোজন ও ক্ষতিপূরণ
0
Updated: 1 month ago
অতিবেগুনী রশ্মি কোথা থেকে আসে?
Created: 6 months ago
A
চন্দ্র
B
তারকা
C
সূর্য
D
ব্ল্যাক হোল
সূর্য থেকে অতিবেগুনী রশ্মি আসে। বায়ুমণ্ডলের ওজোন স্তর এই রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে অন্যথায় পৃথিবীর সমস্ত প্রাণীকুল ধ্বংস হয়ে যেত এবং সমস্ত মানুষ অন্ধ হয়ে যেত। তবে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গামা রশ্মি।
উৎস: NASA ওয়েবসাইট।
0
Updated: 6 months ago
বিপর্যয় উপদ্রুত এলাকার জনসাধারণ যখন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে কী বলে?
Created: 1 month ago
A
আপদ
B
বিপদাপন্নতা
C
প্রতিকূলতা
D
দুর্যোগ
দুর্যোগ এমন এক প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় যা একটি নির্দিষ্ট এলাকার জনগণের জীবনযাত্রা ও পরিবেশে ব্যাপক প্রভাব ফেলে এবং তাদের নিজস্ব সামর্থ্যের বাইরে চলে যায়। এটি সমাজ ও পরিবেশে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব সৃষ্টি করে।
-
সংজ্ঞা: যখন কোনো বিপর্যয় জনগোষ্ঠীর বৃহৎ অংশকে ক্ষতিগ্রস্ত করে এবং তাদের নিজস্ব মোকাবিলা ক্ষমতার বাইরে চলে যায়, তখন তাকে দুর্যোগ বলা হয়।
-
দুর্যোগ একটি এলাকার স্বাভাবিক কার্যক্রমে প্রচণ্ড বিঘ্ন সৃষ্টি করে এবং জীবন, সম্পদ ও পরিবেশের বড় ধরনের ক্ষতি ঘটায়।
-
ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নিজস্ব সম্পদ দিয়ে এ ক্ষতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
-
অনেক ক্ষেত্রে দুর্যোগ কোনো স্থানের জনবসতি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে পূর্বাবস্থায় ফিরে আসা সহজ হয় না।
0
Updated: 1 month ago
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
Created: 5 months ago
A
আয়ন বায়
B
প্রত্যয়ন বায়ু
C
মৌসুমী বায়ু
D
নিয়ত বায়ু
বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় এবং এই প্রবাহ নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। সাধারণত, উচ্চচাপের অঞ্চল থেকে ঠান্ডা ও ভারী বায়ু নিম্নচাপের অঞ্চলের দিকে গমন করে।
এছাড়া, ফেরেলের সূত্র অনুযায়ী, উত্তর গোলার্ধে বায়ু ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বামদিকে বেঁকে প্রবাহিত হয়।
বায়ুপ্রবাহ প্রধানত চারটি শ্রেণিতে বিভক্ত:
-
নিয়মিত বায়ু
-
ঋতুভিত্তিক বা সাময়িক বায়ু
-
স্থানিক বায়ু
-
অনিয়মিত বায়ু
নিয়মিত বায়ু
নিয়মিত বায়ু হলো সেই বায়ুপ্রবাহ যা সারা বছর একই দিক এবং ধরনে নির্দিষ্ট উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই বায়ুপ্রবাহ পৃথিবীর বিভিন্ন চাপে বলয় দ্বারা প্রভাবিত হয়ে চলে।
নিয়মিত বায়ু তিন ভাগে বিভক্ত:
-
অয়ন বায়ু (Trade Winds): কর্কট ও মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়ে এই বায়ুর সৃষ্টি হয়।
-
পশ্চিমা বায়ু (Westerlies): এটি প্রত্যয়ন বায়ু নামেও পরিচিত, যা মধ্য অক্ষাংশ অঞ্চল থেকে উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত হয়।
-
মেরু বায়ু (Polar Winds): মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয়, তা মেরু বায়ু নামে পরিচিত।
বিশেষ দ্রষ্টব্য:
বছরের নির্দিষ্ট সময়ে যেসব বায়ু নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয়, সেগুলোকে মৌসুমি বা ঋতুবায়ু বলা হয়।
সূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 5 months ago